আমাদের কথা খুঁজে নিন

   

গুরুর সম্মান (২য় ভাগ)

http://www.facebook.com/sumon.dhrubo.....

আমাদের দেশে আমরা গুরুদের যাই করিনা কেন, একটু হলেও সম্মান করি…কিন্তু এই সভ্যতার দেশে এসে গুরু ভক্তির নতুন ধারনা পেলাম…এখানে শিশ্যগন গুরুদিগকে “ফ” যুক্ত শব্দে সম্মান দেখায়…গুরুরা সবসময় চিন্তায় থাকেন, কখন আবার শিশ্যগন খেপে যায়! আমার শ্রেণীকক্ষে এক সহপাঠী (!) তো সকল ক্লাসেই টেবিলের উপর পা তুলে রাখে……আমার মনে হয়, এটা সভ্য জগতের সম্মান জানানোর কোনো তরিকা, যা আমাদের মত অনুন্নত দেশে আমরা শিখতে পারি নাই…… কিন্তু সমস্যা হল, আমরা বাঙ্গালীরা ভাল কিছুই শিখতে পারি না…এখনো গুরুজনদের দেখলে সালাম দেই, সম্মান করি আমাদের পদ্ধতিতে, মনে হয় না, এত সহজে আমাদের এই অসুখ সারানো যাবে…।। আমার কথা যদি বলেন, আমি এই সভ্য জগতে সভ্যতার নাম গন্ধও খুজে পাই না…কেউ যদি খুজে পান, দয়া করে জানাবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।