মোহাম্মদ আবুল হোসেন: ভারতে হিন্দুদের অতি জনপ্রিয়, পরম শ্রদ্ধেয় ‘স্বামী’দের একজনের যৌন কেলেংকারি ফাঁস হওয়ার পর তোলপাড় চলছে ভারতজুড়ে। তিনি হলেন ব্যাঙ্গালোরের স্বামী পরমহংস নিত্যানন্দ। দুই নারীর সঙ্গে তার শয্যা দৃশ্যের ভিডিও সেখানকার কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হওয়ার পর বুধবারই তার আশ্রমে ভাংচুর চালিয়েছে উত্তেজিত জনতা। সেখানে মোতায়েন করা হয়েছে শতাধিক পুলিশ। এ খবরে ইন্টারনেট এখন ঠাঁসা।
তাতে বলা হয়েছে, স্বামী নিত্যানন্দকে ওই ভিডিওতে দেখা গেছে একই কক্ষে একই বিছানায় ভিন্ন সময়ে দুই নারীকে নিয়ে জৈবিক নেশায় মেতে উঠেছেন। ওই দুই নারীর মধ্যে একজন এক নায়িকা বলেও খবরে বলা হয়েছে। তিনি হলেন তামিল নাড়ুর নায়িকা রঞ্জিতা। ওই ঘটনার পর স্বামী নিত্যানন্দ পালিয়েছেন। ৩৩টি দেশে তার ভক্তের সংখ্যা কম করে হলেও ২০ লাখ।
উত্তেজিত জনতা আশ্রমে ভাংচুর করার সময় সেখানে উপস্থিত ছিলেন না স্বামী নিত্যানন্দ। পুলিশ বলেছে, তার আশ্রম অনেক ভারতীয়ের তো বটেই বিদেশী ভক্তদের কাছে তীর্থস্থান হয়ে উঠেছে।
তাদের মধ্যে আছেন ভারতীয় অনেক প্রথম সারির রাজনীতিবিদও। ২০০৩ সালে স্বামী নিত্যানন্দ প্রতিষ্ঠা করেন লাইফ ব্লিস ফাউন্ডেশন। এখন ভারতে আছে এর ১১টি আশ্রম।
বিভিন্ন দেশে আছে ২৬টি আশ্রম। তার মধ্যে একটি আছে লন্ডনে। মঙ্গলবার রাতে স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় তার ওই ভিডিও। তাতে তার সঙ্গে শয্যা গ্রহণকারী দুই নারীর মুখ সেন্সর করে অস্পষ্ট করে দেয়া হয়। একত্রে শয্যা গ্রহণের সেই দৃশ্যের ভিডিও ধারণ করা হয় একটি গোপন ক্যামেরা দিয়ে।
কিন্তু কে সেই দৃশ্য ধারণ করেছে তা জানা যায়নি। লাইফ ব্লিস ফাউন্ডেশন বলেছে, ওই ভিডিও মিথ্যা। এর উৎস কি তা অনুসন্ধানের আহ্বান জানানো হয়েছে পুলিশকে। ওই আশ্রম থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা মনে করি এটা এক ধরনের ষড়যন্ত্র। আমরা এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি।
এই ঘটনায় যেসব ভক্তের মনে আঘাত লেগেছে তাদের সঙ্গে আমরা একত্ম। এর বিরুদ্ধে তারা অবস্থান নেবেন বলে আমরা আশা করি। এর মাত্র এক সপ্তাহেরও কম আগে দিলিস্নতে পুলিশ আরেক হিন্দু গুরু শিব মিরা দ্বিবেদী (৩৯)কে আটক করে প্রায় কাছাকাছি অভিযোগে। ওই হিন্দু গুরু তার আশ্রমকে একটি উচ্চ মানের পতিতালয় হিসেবে ব্যবহার করছিলেন। তার সঙ্গে যুক্ত ছিলেন বিমানবালা ও কলেজ ছাত্রীরাও।
মিরা দ্বিবেদীর আশ্রম থেকে ছয় পতিতা ও বৃটিশ এয়ারওয়েজের এক বিমানবালা সহ মিরাকে আটক করে পুলিশ। তবে আটক বিমানবালা আসলেই তাদের কর্মী কিনা তা খতিয়ে দেখছে বৃটিশ এয়ারওয়েজ। গত বছর কেরালায় ধর্মগুরু সন্তোষ মাধবনকে ধর্ষণ ও এক এতিমখানা থেকে দুই তরুণীকে এনে তার কাছে আটকে রাখার ঘটনায় তাকে ১৬ বছরের জেল দেয়া হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।