আমাদের কথা খুঁজে নিন

   

গুরুর দুষ্টু ছেলের দলেরা কে কোথায়? নিয়ে যাও গুরুর একগুচ্ছ গানের লিরিক...

বিকল্প গণমাধ্যম দীর্ঘজীবি হোক! খুব ছোটবেলা থেকেই আমি নগরবাউলের গানের ভক্ত। গুরু জেমস বলতে পুরা অজ্ঞান। সারাদিন কম্পিউটারে তাই উনার গানই চলে বলতে গেলে। আবার দূরে কোথাও গিয়ে যদি গান শোনার ফুসরত পাই তখনও মোবাইলে জেমস... প্রতিটা গান শুনলেই কেমন জানি গলায় জোর চলে আসে। চিল্লাইয়া চিল্লাইয়া নিজেই গাইতে শুরু করি।

(আসে পাশে কুত্তা আছে কি না সেটি দেখে নিয়ে তবেই , কারণ আমার গানের গলা শুনে তাদেরও আমার আশপাশে ভীড় করার সমূহ সম্ভাবনা রয়েছে ) মাঝে মাঝে গানের লিরিক নিজেই কম্পিউটারে লিখে রাখি। আবার ইন্টারনেট থেকে ডাউনলোড করা জেমসের অনেক গানের লিরিকসই কম্পিউটারে সেভ করা রয়েছে। সেখান থেকে আমার খুব প্রিয় কয়েকটি গানের লিরিক এখানে শেয়ার করলাম। ভালো লাগলে মন্তব্য দিয়েন। কবিতা কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল। বেদনা সিক্ত অশান্ত এই মন খুঁজে ফেরে মেটায় প্রয়োজন যতদূর জানে ব্যাকুল হৃদয় নীল বিষের পেয়ালা মনের বাঁধন। নয়ন গভীরে আঙিনায় নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা কোথায় হারালে বল পাবো তোমায় বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায় । যদি কখনো ভুল হয়ে যায় যদি কখনো ভুল হয়ে যায় তুমি অপরাধ নিওনা জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে চেয়ে থাকা পথ শেষ হবে কিনা॥ মুসাফির আমি খুঁজে খুঁজে ভুল পথে যদি হারিয়ে যাই একদিন হয়তো কখনো আর ফেরা হবেনা অভিমানী পথ চেয়ে দিন গুনো না॥ এই গান যদি সেই রাগিনীতে সুর হয়ে বাজে তোমার কানে জেনে নিও তুমি সেদিনের মত আজো তোমাকে ভালবেসে ভাল আছি॥ যেদিন বন্ধু চলে যাব যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরে ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের চোরা সুরের টানে রে বন্ধু মনে যদি ওঠে গান গানে গানে রেখ মনে ভুলে যেও অভিমান ভরা নদীর বাঁকেরে বন্ধু ঢেউয়ে ঢেউয়ে দোলে গান চলে যেতে হবে ভেবে কেঁদে ওঠে মন প্রান দুঃখিনী দুঃখ করো না চেয়ে দেখ উঠেছে নতুন সূর্য পথে পথে রাজপথে চেয়ে দেখ রংয়ের খেলা ঘরে বসে থেকে লাভ কী বলো এসো চুল খুলে পথে নামি, এসো উল্লাস করি দুঃখিনী দুঃখ করো না, দুঃখিনী দুঃখিনী আঁধারের সিঁদ কেটে আলোতে এসো চোখের বোরখা নামিয়ে দেখো জোছনার গালিচা ঘর ছেড়ে তুমি বাইরে এসো চেয়ে দেখো রংধনু, চেয়ে দেখো সাতরং দুঃখিনী দুঃখ করো না, দুঃখিনী দুঃখিনী মিছিলের ভিড় ঠেলে সামনে এসো দুঃখের পৃষ্ঠা উল্টে দেখো স্বপ্নের বাগিচা ঘরে বসে থেকে লাভ কী বলো এসো হাতে হাত রাখি এসো গান করি দুঃখিনী দুঃখ করো না, দুঃখিনী দুঃখিনী. তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার তোমাদের মাঝে কি কেউ আছে পথ ভোলা তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ জ্বালা ওরে কে আছে মুক্ত জীবন নিয়ে ছন্নছাড়া- আপনাকে ভালোবেসে আপনদেশে ঠিকানাহারা তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত যদি বুঝতে না চাও এই বুকের ভেতর কতো যন্ত্রণা যদি দেখতে না চাও এই ছলনার ভীড়ে হারানো প্রেম তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত প্রিয়তমা হারা কেউ কি আছো মা-হারা বাবা-হারা সন্তান-হারা কেউ কি আছো তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত ঠিকানাবিহীন ঠিকানার খুঁজে- যদি পেতে চাও ভালোবাসা এসো আমার কাছে তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত। আরোও অসংখ্য প্রিয় গান রয়েছে।

তবে সবগুলোর লিরিক এই এক পোস্টে শেয়ার করা সম্ভব না। সংগ্রহে থাকা লিরিকগুলো তাই একটি পিডিএফ বানিয়ে ফেলেছি! ইচ্ছা করলে এখান থেকে পিডিএফ ফাইলে লিরিকগুলো ডাউনলোড করে রাখতে পারেন। আর আপনার কাছে আমার সংগ্রহের বাইরে লিরিক থাকলে, বা পারলে নিজে লিখে এখানে শেয়ার করতে পারেন। এ পোস্টটি গুরুর গানের লিরিকের জন্য একটি মেগাপোস্ট হয়েই না হয় থাকলো!! কি, গুরুর দুষ্টু ছেলের দল আমার সঙ্গে আছে তো?? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।