আমাদের কথা খুঁজে নিন

   

গুরুর মর্ম বানী



অনেকেই আয়ুব বাচ্চু ও মমতাজের গানে অসন্তুষ্ট । তাই তাদের নিন্দায় মত্য ।

শেখের বেটির এ আয়োজনে বাংলাগান অন্তর্ভুক্ত ছিলনা । বিসিবির মুল আয়োজনে প্রধান দুই ভিনদেশী গায়ক দিয়ে পুরু আয়োজন কাভার দেয়র কথা ছিল । কিন্তু হাজার হলেও শেখের বেটি।

বন্দেমাতারামত আর গাওয়া যাবেনা তাই দেশের গান শুনার জন্য হায়ার করা হয় "আইয়ুব বাচ্চু ও মমতাজকে " । আইয়ুব বাচ্চু তখনই ক্ষুব্ধ হন ।

ভিনদেশিদের হট উন্মাদনা পুর্ন গানের মাজে দেশিয় শিল্পিদের মুখে দেশের গান শুইনা দর্শক আবাল বলা ছাড়া আর হাত তালি দিবনা ।

তাই বস আইয়ুব বাচ্চু ১১তারিখ তার ফেসবুক পেজে একটা হাতে লেখা মন্তব্য কেপচার করে পোষ্ট করেন । আর তাতে লেখা ছিল ,

"বাঙ্গালী বলেই ভাগ্যে জুটেছে বিশ মিনিট ।

বাকি সময় দেওয়া হয়েছে ভিনদেশীদের ।
আপনারা আপনাদের চোখ কান খোলা রাখুন । হাতে তালি দিতে হবেনা । ঐটা রেখেদেন ঐ ভিন্দেশিদের জন্যে । পরবর্তিতে যদি জন্মাতে হয় তবে বিদেশি হয়ে জন্মাব "

কতটা কষ্টে গুরু এই লেখা পোষ্ট করছেন তা কি আমরা বুঝতে পারি ।



গত কাল মঞ্চে উঠে সেই কথার
পুনরাবৃতি করলেন ,
“আপনারা যারা কষ্টকরে বাংলা গান শুনছেন
তাদেরঅনেক ধন্যবাদ। আপনাদের হাতনা চলুক,
চোখ আর কানতো খোলা আছে। এতেই
চলবে,হাততালি এখন খরচ করে লাভ
নেই,এটা পরের জন্য রেখে দিন,চোখকান
খোলা আছে এটাই যথেষ্ট,আপনারা ধৈর্য
ধরে বাংলা গানশুনছেন, তার জন্য অনেক
ধন্যবাদ। ”- টি টোয়েন্টি বিশ্বকাপউপলক্ষে
সেলিব্রেশনকনসার্টে অভিমানী গলায়
আইয়ুববাচ্চু!!

* শেষ কথা বলি, মনে রাখবেন মঞ্চ কাপানো শিল্পি খালি Akon আর AR RAHMAN না বাংগালী Ayob Bachchu ও Momtaj ও মঞ্চ কাপানো শিল্পি । বিদেশিরা মঞ্চ কাপায় hot hot মাইয়া দিয়া ।

আর আমাদের বাংলাদেশী শিল্পিরা মঞ্চ কাপায় সুর ও কন্ঠের যাদু দিয়া ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।