আমাদের কথা খুঁজে নিন

   

আমার কৃষ্ণকলি।

মানুষ আসে মানুষ যায় কিন্তু সময় যায় চিরতরে

পখির বাসার মতো_সবুজ পাতার গালিচার মাঝে ফুটেছে লাল কৃষ্ণচূড়া। এক গূচ্ছো কালো চূলের আড়ালে তোমার মুখোচ্ছবির মতো। আমি অপলক চেয়ে থাকি, দুচোখে আগুন ছুঁয়ে যায় উষ্ণ গ্রীষ্মের রুক্ষ বাতাস_ স্বপ্ন ভেঙ্গে স্বম্বিত ফিরে পাই দেখি,শুধু ফুল ফুটে আছে,গাছের শাখায়_পাতার ফাঁকে ফাঁকে। যে রুপের মোহে আবদ্ধ হৃদয়- কৃষ্ণচুড়ার রঙ্গে রঙ্গে সেজেছে যে বাসর,সে আমার ভ্রান্ত বিলাস শুধু! তোমার প্রেমের এতোটূকূ ছোঁওয়া কোমোল পরশ_কিছুই পায়না খুঁজে। শুধু হাহাকার, কাঁঠফাঁটা রোদ্দুরে- ঘামে ভেজা আপদমস্তক_আহত অন্তরে তোমার স্মৃতি বুকে নিয়ে আমি ফিরে চলি বাস্তবতার ঘরে।

কৃষ্ণকলির মাঝে যে মুখ আমি খুঁজি, সে তো আজ় নেই_আছে বহুদুরে! অন্যের বাগানে তুমি বাড়িয়েছো শোভা- করিছে যতন তোমারে অন্য কোনো মালি_ আমার দুহাত শুন্য হয়েছে,নিস্ব রিক্ত আমি... সুবাসে তোমার মাতোয়ারা ভ্রমর, মধু যাচে মৌমাছি_সব কিছু আছে, ছিলো যা আগে,তুমি আছো-আমি আছি। বয়ে চলা নদীর স্রোতের মত-বহমান সময়- নীরবে বয়ে চলে আপন গতিতে-কালের অন্তরালে। ফাগুনের শিশিরভেজা ঘাসের বুকে ফুলেরা পাপড়ি মেলি- করে হাহাকার-ঝরাপাতার চিৎকার-করে মর্মর ধ্বনি। এসেছে বসন্ত-সেজেছে ধরনী প্রেমের দুয়ার খুলি- ঝরাফুল আজ খোপায় দুলিছে,ভরিছে কেও ডালি। আমার পৃথিবী বিবর্নতায় ভরা-তুমি নেই বলে, খুঁজে ফিরি আজো ,প্রেমের প্রতিমা-আমার কৃষ্ণকলি।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।