আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনা করো

আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল...

কল্পনা করো- এমন একটি শহর যে শহরের প্রত্যেকটি রাস্তা নদীর এক একটি গতিপথ হয়ে একেঁ বেকেঁ বয়ে চলেছে দৃষ্টির সীমানা ছাড়িয়ে শহরের সব মানুষ যে নদীতে মাছ হয়ে সাতাঁর কাটছে, ভাসছে মহাসুখে প্রত্যেকটি কলিংবেল এক একটি হরবোলা পাখি আর প্রত্যেকটি অট্টালিকা এক একটি গাছ আর এটা কল্পনা করা খুব বেশি কঠিন কিছু নয় শুধু চোখটা বন্ধ করে একটু ইচ্ছা করা।। কল্পনা করো- এমন একটি মায়াবী দিন যে ব্যাতিক্রমী দিনে, সূর্য নয় চাদঁ বয়ে আনবে এক উজ্জ্বল দিন সরিয়ে নিথর আধাঁরের কালো রাত মৃদু আলো তোমার শরীর ছুয়েঁ আধারেঁর ক্যানভাসে আঁকবে ছবি সে ছবি শুধু নিছকই একখানা ছবি নয় দু:খহীন এই ধরিত্তির এক টুকরো প্রতিচ্ছবি আর এটা কল্পনা করা খুব বেশি কঠিন কিছু নয় শুধু সাহস করে একবার বলো প্রিয়তম ভালোবাসি।। কল্পনা করো- এমন একটি রঙিন দৃশ্য যে অসহ্য দৃশ্যে, আমি নয় প্রথমা পুড়ে যাবে বিরহের খরতাপে আর মনে মনে শুধু ক্ষনে ক্ষনে ভাববে এই ছেলেকে, এই ছেলেকে কেন আমি এতো, এতো বেশি ভালোবাসি আমি তখন আনমনা, বুঝেও বুঝবনা কোথাকার কোন প্রথমার হৃদয়ের অনুরনন আর এটা কল্পনা করা – একটু বেশিই কঠিন কারন কল্পনা করার প্রয়োজন নেই, এটাই বাস্তব।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।