আমার কোনো দোষ আছিলো না, সব দোষ আপনাদের
কল্পনা
ভাবনার আবেশে মোড়া
আমার নীরব কল্পনা
ভোরের ঝরা শিশিরে ভেজা
আমার অচেনা কল্পনা ।
কত আদরে কত যতনে গড়া
আমার কল্পনা ।
কে তবে এখন কড়া নাড়ে
আমার কল্পনার দ্বারে
আমার ভালোবাসায় ঘুমিয়ে থাকা কল্পনার
ঘুম ভাঙ্গাতে।
ও- তুমি, জানি-হ্যা তুমিই তো,
আমার কল্পনার ঘুম ভাঙ্গিয়ে
তুমি-ই তো আজ আপন পথে।
তবে কেন আজ এখানে আমারি দ্বারে?
কিছু কি ফিরিয়ে দিতে চাও?
হ্যা- জানি, তাও জানি,
কি তুমি ফিরিয়ে দিতে আজ এখানে।
নিয়ে যাও- রেখে দিও নিজের করে,
ভেবে নেব একটা পাওনা আমার,
যা ঋনি করবে তোমায়
আমারি কাছে.......
-------------------------------------------------
বলতে পারেন কি ফিরিয়ে দিতে চেয়েছিলো..?????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।