তুষার কান্তি সিকদার, কবিতা, গল্প, উপন্যাস লিখি। গান শুনি এবং গান গাইতে ভালোবাসি।
হৃদয়পটে ছায়ার মতো
এঁকেছি যার আল্পনা,
তাকে নিয়ে স্বপ্নপুরি
করি যে সদাই কল্পনা।
আমার প্রিয়ার হৃদয়খানি
পুষ্পের মত সৌরভ
তার বিরহে কল্পনাতে
করি যে তার গৌরব।
মানস প্রিয়ার বদনখানি
যেন রসালো ফলের গন্ধ,
দু’নয়ন তার কৃষ্ণচূড়ার
পাঁপড়ির মতো ছন্দ।
ভাবনার মাঝে কল্পতরু
সে-যে নতুন সাজে,
হিয়ার মাঝে অজানা বেশে
যেন বেহাগ সুর বাজে।
সঙ্গিহীন পথিক আমি
নেইতো আমার ঠিকানা,
যে আছে অন্তরকোণে
সে-যে আমার দিয়ানা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।