আমার কোনো দোষ আছিলো না, সব দোষ আপনাদের
কখনো ভাবিনি, কখনো চাইনি
নিয়তি তোমায় আজ এখানে পথ দেখাবে
কিন্তু কোন কারনে ভাগ্য আমার আজ
পথ হারাচ্ছে আমারি ভুলে যাওয়া পথে।
কিন্ত কেন এই অন্তিমকালে ভাগ্যের এই উদাস খেলা,
হয়তোবা তুমি আজ পথহারা
দিকভ্রষ্ট কোন অন্ধ পাখি।
হয়তোবা আমি ভাবতাম তোমার আনন্দটুকু নিয়ে।
মনে কি পড়ে আজ তোমার,
ফেলে আসা সেই অর্থহীন ভালোবাসার দিনগুলো
পেরিয়ে আসা আবেগের উষ্ম অনুভুতি
ছুড়ে ফেলা, আমার অব্যক্ত কষ্টগুলো।
আমি জানি
আজ হয়তো হাতড়ে বেড়াবে
আমাদের ফেলে আসা অতীতগুলোতে
ভুলে আসা সাপ্নিক লগনটুকু
না বোঝা অব্যক্ত কষ্টগুলো আমার।
তবুও আজ আমি কিছুই ভাববো না
কোনো অনুরোধ করবো না
কোন দ্বিধা অনুভুত হবেনা আমার।
আমি আজ ক্লান্ত শ্রান্ত অবসন্ত
আমি দেখব আমার ভুলে যাওয়া সময়টুকু
আমার পায়ে লুটোপুটি খেলা
তবুও আমি ফিরব না সেই দিনগুলতে
ফিরবে না আমার অব্যক্ত আবেগ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।