আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনা

অসতী মাতার পুত্র সে যদি জারজ-পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়!

কল্পনা ~শাহাদত হোসেন সাদা মেঘের ভেলা হয়ে আকাশ দেব পাড়ি, সাত সমুদ্রুর পার হবো কলার ভেলা করি। পাখিরা মোর সাথী হবে খোলা আকাশে, মাছের বহর থাকবে আমার ভেলারও পাশে। আসমানের ঐ দিগন্ত জোড়া বিস্তৃত নীল ঢেউ, হাতছানি দেয় নীল সাগর, আস কাছে কেউ। শূন্য আর সাগর মাঝে নীলের খেয়ায় বসে, ভাসছি আমি কল্পোলকের দারুণও স্রোতে। খুঁজলাম আমি আকাশ-পাতাল তন্ন তন্ন করে, সাধ্য আমার যতটুকু, মানুষ যাহা পারে।

সাত আসমান পাড়ি দিলাম একটি আলোর খোঁজে, জমিন হল ছিন্নভিন্ন নাইতো চোখ বুজে। কল্পতরুর মহীরুহ হওয়ার বড় সাধ, এরই মাঝে পেলাম নাকি আমার বাঁচার আশ। কল্পোলকের কল্পিত এই ভাবের নগর গড়ি, হেথায় মোরা পরম সুখের-ই সন্ধান করি। বাস্তবেতে ফিরে দেখি আমার আমি হায়! ধন্য মানব তুমিই সত্য তোমারই গান গাই। ২১/১১/১৩ আব্দুলপুর, নাটোর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।