আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনা



আমি একা ছিলাম বসে মিটমিটে ঐ তারা ভরা জোছনা আলোর দেশে যাচ্ছি উড়ে ভেসে ভেসে ধবল কালো রং মাখানো মেঘের তরী চড়ে । একি হলো ! মেঘ গুলো সব হারিয়ে গেল, ভাসিয়ে গেল রং মাখানো শহুরে শব । আমি গেলুম নদীর কাছে হাক দিয়ে কই ও নদী ভাই মেঘ গুলো সব কোথায় আছে ? বলল হেসে নদী তখন উজান দেশের নীল পাহাড়ে ভাসিয়ে গেছে আমার চরণ কোথায় যাব কোথায় পাব ঐ যে আকাশ , নতুন মেঘের ভেলা হরেক রকম রুপের নেশায় করছে নানান খেলা নীল পাহাড়ের চূড়ায় তাঁর বাসা আমার বুকে গড়িয়ে গিয়ে ঐ আকাশেই নিত্য যাওয়া আসা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।