আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি . হয়ে যাচ্ছে বত্সর শেষ , হাত চুলকায় তারপরও কেন আসে না ক্যাশ । গোল্লায় নাকি যাচ্ছে দেশ । হাসিনা বলে তারপরও নাকি দেশ চলছে বেশ । নাই পানি বিদ্যুত্ গ্যাস! আর রাস্তাঘাট তো হয়ে গেছে ভেঙ্গে শেষ । ওইদিকে ক্রিকেটে গোল্লা মারে খালি এ্যাশ ! পকেটে টাকা নাই তাই বাপের কাছে করতে হবে নতুন বাজেট পেশ । মনের দুঃখে করলাম এই ছড়াটাও পেশ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।