আমার তোমাকে ছুঁয়ে যাবো বলে,
তোমার তোমাকেই ছুঁয়ে যাওয়া হলো না কখনো।
করাঘাত করেছিলে করুণ হৃদয় পটে
তাই ভালোবাসা'র কাছে মৃত লাশ বনে যাওয়া আমি
আহত পাখি'র মতো পূণর্বার জেগে উঠেছিলাম
ভালোবাসার প্রতিবিম্ব হয়ে।
নাম দিয়েছিলাম__"ভালোবাসা'র ছায়া"
স্বপ্নবান, স্নেহময়, শুভ্র
তার প্রতিটি রূপ।
কাছে যেতেই __নিশ্চল শিলা;
আঘাতে যার বিনিদ্র রাত,
দগ্ধ জীবন।
দূরত্বের প্রাচীর দিঙোতেই
ছিন্নভিন্ন মন,
অপ্রয়োজনীয় শিকড়ে জড়ানো
সমস্ত দেহ।
ক্রমশ দূরে সরে যেতে যেতে
প্রাণপণ ছুঁয়ে ফেলার মুহূর্ত্বেই
এক বিন্দু জলের স্পর্শে ভেঙে পড়ি।
ফিরে ফিরে বারবার
ছুঁয়ে যেতে যেতে
তোমার তোমাকে কিছুতেই
ছুঁয়ে যেতে পারিনি।
১১ই ফেব্রুয়ারী, ২০১১
জামালপুর শহর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।