আমাদের কথা খুঁজে নিন

   

ছুঁয়ে যেও - পর্ব 2

অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।

[লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/গরৎধৎঈধহাধংনষড়ম/ঢ়ড়ংঃ/20124]প্রথম পর্ব[/লিংক] আজ দিনটাই অলস হবার দিন। তাই তৈরি হতে সময় লাগলো অনেক্ষন। এ্যপয়েন্টমেন্ট বিকেলে, কিন্তু আগেই যেতে হবে। আজকাল ঢাকা যেতে একদম সময় লাগে না, তবু সাবধানের মার নেই।

মৃত্তিকা এই দিনটার জন্য কত অপেক্ষা করেছে! দিনের পর দিন চলে গেল অন্ধকারে। কোন কোন সময় বাগানে হাটতে গেলে খুব কষ্ট লাগতো। নতুন গোলাপের গন্ধ শুঁকলে, নরম ঘাসে পা দিলে আর আচমকা বাতাস আসলে ইচ্ছে করত একটু খানির জন্য চোখ মেলতে। যে জিনিষগুলো অনুভব করতে এতো ভালো লাগে, তা দেখতে নিশ্চয় আরও ভালো লাগবে। মাঝে মাঝে যখন সবাই ঘুমিয়ে যেত, আশে পাশে টু সব্দটিও হতো না, তখন সে প্রানপনে চেষ্টা করতো আধারটাকে সরিয়ে ফেলার জন্য।

কখনও সফল হয় নি সে। ব্যর্থ হয়ে নিঃশব্দে কেঁদে ফেলতো। কাধে হাত রাখলো কেও। ম ৃত্তিকা সম্মতি ফিরে পেলো। ভেজা গালে আপনাতেই হাত উঠে গেলো।

(চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।