অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।
[লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/গরৎধৎঈধহাধংনষড়ম/ঢ়ড়ংঃ/20124]প্রথম পর্ব[/লিংক]
[লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/গরৎধৎঈধহাধংনষড়ম/ঢ়ড়ংঃ/20343]দ্্বিতীয় পর্ব[/লিংক]
বাস থেকে নামা থেকে রিকশায় ওঠা বেশ ধকলের কাজ। বাবা সাথে ছিলো বলে রক্ষা। ঢাকায় আসলেই মাথা ব্যথা শুরু হয়... চারপাশে এতো শব্দ! কোন রকমে হাসপাতালটায় পেঁৗছে হাফ ছেড়ে বাচলো মৃত্তিকা। কেমন যেন ভয় ভয় করছিলো তার। পারবে তো সে ভাল হতে?
------------------------------------------------------------------------
মৃত্তিকাকে ডাক্তাররা ভাল করতে পারেননি। শেষ মুহুর্তে কোথাও গন্ডগোল হওয়ার কারণে অপারেশন শেষ করা যায়নি। টাকার অভাবে এ নিয়ে কিছু করার সামর্থ ছিল না তাদের। হতাশ মেয়েটার সমস্ত কষ্ট... আর আশা... চেপেই রাখতে হলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।