সাগর সরওয়ার
"ভালোবাসবে... আমায়"
প্রশ্নটা শুনে তাকিয়ে ছিল মেয়েটি। ওকে চিনতাম। কালো দীঘল কালো চোখ ওর। ঐ চোখ আমার খুব চেনা। সেই চোখ কখনো কাছে আসেনি.......।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
গভীর রাত। আরিচা হয়ে পাবনায় যেতে হবে। ফেরি ঘাটের কিলো খানিক আগেই বাসটি নষ্ট হয়ে গেল। বাস থেকে সকল যাত্রী নেমে গেলো। খিস্তি খেলো বাসের ড্রাইভার, হেল্পার।
খুব ভালো জেলে যেমন জানতে পারে নদীতে মাছ সবচে বেশী কোথায় আছে। ঠিক তেমনি ঘাটপাড়ের রিকশাওয়ালা আর ভ্যান গাড়ির চালকরা এসে ছেঁকে ধরলো বাসের যাত্রীদের। পরিবারসুদ্ধ যারা এসেছে তারা দরদাম করে উঠে পড়লো। আমি পেলাম না কিছুই। আমার কিছু পেতে হবে না।
আমি নিজেকেই বললাম। পকেট থেকে সিগারেটের একটা শলাকা বের করে আগুন দিতেই একটি মেয়ে বললো
: আপনি কি ঘাটের দিকেই যাবেন।
: হ্যা।
: আমিও ওদিকে যাবো। চলুন এক সঙ্গে যাই।
আমার একটু ভয় করছে। একলা এতটা পথ.....
: আমাকে ভয় করছে না!
: আপনাকে...... না। আমি আপনাকে চিনি।
: আমাকে?
: হ্যা। আপনি নয়া পল্টনে ভোরের কাগজে কাজ করেন।
আমি ওখানে ফিচার পাতায লিখি। মাঝে মাঝে। আপনাকে তিন তলায় দেখেছি। রির্পোটিং এ। আপনি আমাকে দেখেননি!
: না.... তা কোথায় যাচ্ছেন?
: বাড়িতে।
য়্যুনিভার্সিটি বন্ধ হলো। ভাবলাম বাড়ি থেকে ঘুরে আসি।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
এভাবেই পরিচয়। তারপর অনেক দিন। ঝালমুড়ি, বাদাম ভাজা....খালি ঠোঙ্গা।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
জিয়ায় বেশ ভিড়। দুবাই হয়ে আমাকে যেতে হবে ফ্রাংকফুট। প্রিপেইড মোবাইলটার ব্যালেঞ্চ শেষ করতে তাই উঠে পড়ে লাগা। বিমানের মধ্যে যাবার আগে যত পারো ফোন করো। আমিও রানওয়ে দেখতে দেখতে ফোন করছি।
কিছুক্ষণ পর যেতে হবে উড়োজাহাজের পেটে।
":ভালো আছেন?
তাকালাম। কে এ। কালো দীঘল চোখ।
: তুমি?
: হ্যা, আমি চিনতে পেরেছেন?
: কেমন আছো?
:ভালো।
: কোথায় যাচ্ছো?
: প্রথমে দুবাই... তারপর ষ্টেটস। স্বামীর কাছে। আপনি?
: অফিসের কাজে ঢাকা এসেছিলাম। আজ চলে যাচ্ছি। চারদিন ছিলাম।
জানতাম না তুমি কোথায়। জানলে ....
: জানলে কিছু করতেন?
: হ্যা। যোগোযোগ করতাম।
: না করতেন না। আমি জানি আপনি কেমন প্রকৃতির।
: আচ্ছা এখনো কি চেয়ে থাকেন আকাশের দিকে মাঝ রাত্রীতে? চাঁদের জোছনায় কি এখনো পাহাড়ে ঘুরে বেড়ান, জোনাকির আলো দেখে ঘোর অমাবশ্যার রাতে, সীমাহীন অন্ধকারে কাউকে খোঁজেন? মানে ..........................আমাকে!"
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
স্যার, আপনার লাঞ্চ। উঠুন!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আচ্ছা.... আমাকে ওরা কেন জাগালো?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
মেয়েটি ঐ চোখে কাজল পরেনি কখনো......................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।