র্যাবের গুলিতে পঙ্গু ঝালকাঠি জেলার রাজাপুরের কলেজছাত্র লিমন হোসেন নানা প্রতিকূলতা কাটিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এবারের এইচএসসি পরীক্ষায় সে পার্শ্ববর্তী পিরোজপুর জেলার কাউখালি উপজেলার কাউখালি পিজিএস কারিগরি কলেজ থেকে কারিগরি বোর্ডের অধীনস্থ বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) শাখায় জিপিএ ৪ (‘এ’ গ্রেড) পেয়েছেন। ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে লিমন সাংবাদিকদের বলেন, অনেক বাঁধা পেরিয়ে আমাকে পরীক্ষায় কৃতকার্য হতে হয়েছে। র্যাবের কারনে একটি পা ও আমার শিক্ষাজীবন থেকে এক বছর হারিয়ে গেলেও আমি আত্মবিশ্বাস না হারিয়ে এ ফলাফল লাভ করেছি। সে ভবিত্ষতে ব্যারিষ্টার হতে চতে বলে সাংবাদিকদের জানিয়েছেন।
এ ব্যপারে সে সরকারের সহযোগীতা প্রত্যশা করেন।
উল্লেখ্য, ২০১১ সালের ২৩ মার্চ র্যাবের কথিত বন্ধুকযদ্ধে লিমন গুলিবিদ্ধ হন। ওই বছর লিমনের এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষা শুরুর এক দিন আগেই হাসপাতালে চিকিত্সকরা তার এক পা কেটে ফেলেন। এ ঘটনায় র্যাব বাদী হয়ে অস্ত্র ও সরকারী কাজে বাধাঁ দানের অভিযোগে পৃথক ২টি মামলা দায়ের করে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মামলা প্রত্যহারের আদেশের পর রাষ্ট্রপক্ষ ঝালকাঠির আদালতে অবেদন করলে লিমনের বিরুদ্ধে অন্ত্র আইনে করা মামলাটি প্রত্যাহার করেছে।
অন্যটির বিচারক না থাকায় মামরা প্রত্যহারে বিলম্ভ হচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবি আককাস সিকদার।
গত বছর সে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বিএম শাখার প্রথম সেমিষ্টার ও এবছর চূড়ান্ত পরীক্ষায় সে পাশ করল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।