পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
সব ঠিকই ছিল, শুধু আনুষ্ঠানিক ঘোষনার অপেক্ষায় ছিল মিশরবাসি। ইতিহাসে নাম লেখাতে যাচ্ছিল মিশরের শিক্ষিত যুবকরা। এমন কি কোন কোন সংবাদ মাধ্যমে হুসনি মোবারকের ক্ষমতা হস্তান্তের বিষয়টি শেষ হয়ে গিয়েছে বলেই সংবাদ প্রকাশ করছিল।
কিন্তু, এই মাত্র মিশরীয় সরকারি টেলোভিষনে দেয়া বক্তব্যে হুসনি মোবারক আগামি সেপ্টেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকবেন বলেই ঘোষনা দিলেন।
এ যেন আকাশ ভেংগে পরল মিশরি যুবকদের উপর।
তাহরীর স্কোয়ারে উপস্থিত প্রায় তিন মিলিয়ব জনতা চড়ম ভাবে আপসেট হয়ে পরে, তারা ক্ষুব্ধ হতভম্ব ও কিংকর্তব্য বিমুঢ় হয়ে পরে। সামনে কিহতে চলছে তা বলা মুশকিল তবে এতটুকু বলা যায় এর পরিনতি ভাল হবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।