আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালী জাতির ব্যবচ্চেদ আথবা বাঙালী কেমন জাতি.

নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়- জন লিভেগেট
আবদুল্লাহ্‌ আবু সায়ীদের "সংগঠন ও বাঙালী" বইটি পড়ে আমার যে উপলদ্বি.. ১.বাঙালী জাতির বুদ্ধি অনেক জাতির চাইতে অনেক দিক থেকেই বেশী। কিন্তু স্বাস্থ্যে কর্মিষ্ঠাতায়, উদ্যোগে ও উদ্যমে তাদের চাইতে অনেক নিচে। ২.আমাদের সর্বোচ্চ ব্যক্তিদের আচারণে এখনো পর্যন্ত গ্রামের মোড়লদের ছাড়িয়ে খুব বেশি দূর যেতে পারি নি। ৩.ব্যিক্তিগত স্বার্থ হাতিয়ে নেওয়ার ব্যাপারে আমাদের বুদ্ধি যে পরিমান টনটনে সামাজিক স্বার্থের বেলয়া তা ঠিক যে পরিমান ভোঁতা। ৪.নেতিবাচক, অবিশ্বাসী আস্থাহীন মানুষের নিজেরে জীবনে সাফল্য নেই বলে পৃথিবীর কোন সাফল্যের ওপর তারা তুষ্ট নই।

৫.পরের ভালো দেখলে আমরা কষ্ট পাই। বিষন্ন হয়ে পরি। কেবল বিত্তবান - ভাগ্যবানদের শ্রীতে যে আমরা কাতর হয় তা নয় ক্ষুদের শ্রীতে ও আমরা কাতর হয়ে পড়ি। ৬.অক্ষক্ম মানুষ ব্যর্থ হয়, ব্যর্থ মানুষ হয় পরশ্রীকাতর, তাই পরশ্রীকাতর বাঙালীর জীবনের সার্বভৌম অধীশ্বর। ৭.আমরা যে পরিমান নিষ্ফল,সেই পরিমান নিন্দুক।

নিন্দার ভিতর দিয়ে নিজেদের অক্ষমতার প্রায়শ্চিত খুঁজি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.