আমাদের কথা খুঁজে নিন

   

আমি বাঙালী আমি বাংলাদেশী......



আমার আমিকে খুঁজে শুধু বেদনা আর কষ্ট চোখ মেলে দেখি ক্লিব দুর্বল আত্মঘাতী কচ্ছপ চেতনা (মাকে খেয়ে পৃথিবীতে আসে ওরা) সুবিধাবাদীতা, স্বার্থপরতা...আরো যত ন'বোধকতা। কপট বুলি আর ইজম, লালসা আর মোহ ছুটছে স্বদেশ ছুটছে প্রজন্ম লুটছে ওরা অহম, শ্লাঘা, আত্ম-মর্যাদাবোধ সহ। আমি আমার আমিকে খুঁজি ইতিহাসের পাতায় পাতায় ষড়যন্ত্র আত্মঘাত আর লোভ বিকিয়ে স্বাধীনতা... সিরাজ থেকে আজ আরো পেছনে..আরও গভীর আমার সুন্দর সত্ত্বা আমাকে পুলকিত করে যা দেখে মুগ্ধ হতো বিশ্ব----- ছুটে এসেছে ডাচ, পর্তুগীজ বৃটিশ বেনিয়া... রক্তে বিষ মিশিয়ে করেছে ঝর্ঝর বিষাক্ত। --এখন বিশ্বাস নেই ভাইয়ে ভাইয়ে নেতা নেত্রীতে.. জাতীয়তায়... আমরা পুংগব অসহায় - আজ অন্যের মূখাপেক্ষি!!! আমি আবার জাগতে চাই আবার আরেকবার......দ্রোহ লয়ে নির্ভীক বলি আমি সিরাজ আমি মোহনলাল আমি তিতুমির আমি শেখ মুজিব আমি জিয়া আমি আমি। আমি আমার আমিকে চিনে এসো বলি চিৎকারে আমি বাঙালী আমি বাংলাদেশী। স্বজাত্যবোধ আর স্বাতন্ত্র চেতনায় সমুজ্জ্বল.....আগামী দিনের প্রশাসক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.