আমাদের কথা খুঁজে নিন

   

ইন্দিরা গান্ধীর রান্নাবান্না ও থালাবাসন ধোয়ার কাজ করতেন ভারতের বর্তমান প্রেসিডেন্ট প্রতিভা পাতিল!

ডাকে পাখি, খোলো আঁখি। দেখো সোনালী আকাশ, বহে ভোরেরো বাতাস।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রান্নাবান্না ও থালাবাসন ধোয়ার কারণেই প্রতিভা পাতিল প্রেসিডেন্ট হতে পেরেছেন বলে মন্তব্য করেছেন রাজস্থানের পঞ্চায়েত রাজ ও ওয়াক্ফবিষয়ক প্রতিমন্ত্রী আমিন খান। তিনি বলেছেন, ১৯৭৭ সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হওয়ার পর তাঁর রান্নাবান্না ও থালাবাসন ধোয়ার কাজ করতেন বর্তমান প্রেসিডেন্ট প্রতিভা পাতিল। গত মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেসের পালি জেলা কমিটির এক বৈঠকে আমিন খান এসব কথা বলেন।

জেলার মনপুরা-ভাখারি গ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আমিন খান বলেন, ইন্দিরা গান্ধীকে সেবাযত্নের বিনিময়ে প্রতিভা পাতিল কিছুই চাননি। তবে প্রতিভা পাতিলকে প্রেসিডেন্ট বানিয়ে সোনিয়া গান্ধী এর প্রতিদান দিলেন। আমিন খানের এই বক্তব্যে চটেছে বিজেপি। দলটির রাজ্য সভাপতি অরুণ চতুর্বেদি প্রেসিডেন্টের বিরুদ্ধে এ ধরনের বক্তব্যের কড়া সমালোচনা করে বলেছেন, ‘এর মাধ্যমে প্রেসিডেন্টকে অবমাননা করা হয়েছে।

এটা কোনোভাবেই সহ্য করা যায় না। রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত মন্ত্রীকে ছাঁটাই করা। ’ তবে নিজের বক্তব্যে অটল রয়েছেন আমিন খান। তিনি গতকাল বুধবার টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমি কাউকে হেয় করতে চাইনি। দলের কর্মীদের নিঃস্বার্থভাবে কাজ করতে উৎসাহ দিতেই ঘটনাটি উল্লেখ করেছি।

’ টাইমস অব ইন্ডিয়া। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া তথ্যসূত্র: প্রথম আলো আপডেট: যদি পারেন তাহলে টাইমস অব ইন্ডিয়ার উপরের দেয়া লিঙ্কে গিয়ে নিউজ আর্টিকেলটার কমেন্ট সেকশনে আগত ভারতীয় দর্শনার্থীদের মন্তব্যগুলো একটু সময় করে পড়ে নিয়েন। সেখান থেকে একটা ব্যাপার ভালো করেন বুঝতে পারবেন যে ভারতীয় রাজনীতির ইতিহাসে রাজনীতিবিদদের ড্রাইভার থেকে শুরু করে কাজের লোক, গৃহ-পরিচারিকা, নফর, চাকর, পাইক, পেয়াদা, গোমস্তা, দারোয়ান, পিয়নরাও পরবতীতে রাজনীতিবিদ কিংবা সরকারের উচ্চপদস্থ পদে আসীন হয়েছে। কিছুদিন আগে খবরের কাগজে বিভিন্ন ভারতীয় টিভি চ্যানেলের অনুষ্ঠানসূচি সংবলিত পাতায় হঠাৎ করে একটা হিন্দি সিরিয়ালের নাম চোখে পড়ে গিয়েছিলো, "চাকরানী বন গ্যায়া রানী"। আজ ভারতীয় সাংবিধানিক পদের অন্যতম সর্বোচ্চ একটি পদে "চাকরানী বন গ্যায়া রানী" এর সার্থক প্রতিপাদন প্রত্যক্ষ করলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.