আমাদের কথা খুঁজে নিন

   

আমি তোমায় ভাল রাখতে চাই..................

তোমার সুখ যেন...কোন দুঃখ র্স্পশ না করে...................

এত অভিযোগ তোমার, কেমন করে বলি নিজের সাথে নিজের এ যুদ্ধ আমার তোমাকে ভুলে থাকার তোমাকে ভাল রাখার। তোমাকে ভুলে গেলে তুমি ভাল থাকবে? তোমাকে ভুলে গেলে আমি ভাল থাকবো? ভুলে থাকার এই নির্দয় গোছানো চেষ্টায় তুমি ভাল নেই কেন? আমি ভাল নেই কেন? নির্ঘুম স্তদ্ধতা পেরিয়ে শুধু একবার তোমার কন্ঠস্বর ব্যাস, ওলটপালট গোছানো ভেবে রাখা সবটুকু ভাবনা! একটু একটু করে কুড়িয়ে নিয়ে ভালথাকা আর কত? তোমায় আমি শেষ পর্যন্ত ভাল রাখতে চাই। তবু, চাইলেই কি মুছে ফেলা যায়? চাইলেই কি ধুয়ে দেয়া যায়? তবে, চাইলেই কেন নিজের কাছে থাকেনা? চাইলেই কেন ধরে রাখা যায়না? উফ্ ফ্, কি যে ভীষণ কষ্ট.. তারপরও.. আমি তোমায় ভাল রাখতে চাই....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।