আমি অনেক ভালো
ইশ...আমাদের বাসাটা কেন যে এত দূরে হলো...একা একা আসা যাওয়া করা লাগে...বাকী সব ফ্রেন্ডরা কি সুন্দর একসাথে গল্প করে করে বাসায় যায়...কিন্তু আমার আসা যাওয়ার সময় গল্প করার কেউ নাই...আম্মু কি আর আশেপাশে কোন বাসা পায়নি...!!!
আনিলা...সরকারী মেঘ বালিকা উচ্চ বিদ্যালয়ে, নবম শ্রেনীতে পড়ে...বাসা থেকে স্কুল একটু দূরে তাই রিক্সা দিয়ে আসা যাওয়া করে...প্রতিদিন যাওয়া আসার সময় এসব কথা ভেবে ভেবে যায়...
আজও স্কুল থেকে বাসায় ফিরছিলো...হঠাৎ খেয়াল করলো ওর সামনের রিক্সার ছেলেটা বারবার পিছন ফিরে ওর দিকে তাকাচ্ছে...ছেলেটাকে চেনা চেনা লাগতেছে...আরে এই ছেলেটা কে তো সে সকাল বেলাও দেখেছে...স্কুলে ঢোকার আগে ওকে কিছু একটা দিতে চেয়েছিলো...কিন্তু আনিলা ছেলেটাকে এড়িয়ে স্কুলে ঢুকে পড়ে...
হঠাৎ ছেলেটা ওর দিকে একটা কাগজ ছুড়ে মারে...আনিলা কাগজটা নিয়ে পড়তে থাকে...
তোমার রূপের সাগরেতে গেলাম আমি ভেসে
ধন্য কর জীবন আমার একটু ভালবেসে...♡
বাঁচবনাকো তুমি বিনে তুমি আমার প্রান
তুমি আমার হৃদয় মাঝে শত ফুলের প্রান...♥
ভুল বুঝনা আমায় তুমি দিওনাকো ফেলে
একটুখানি দাওগো সাড়া হৃদয় কুসুম মেলে...♡
পরেরদিন আবার ও স্কুল থেকে আসার সময় ছেলেটাকে দেখতে পায়...আবার ও আগের মত একটা কাগজ পায় আনিলা...
"যেখানে যেমন খুশি যেতে পার তুমি
তোমার হৃদয়ে যেন থাকি শুধু আমি
তোমাকে দেখার সাধ হৃদয়ে আমার
তাই শুধু রব আমি হৃদয়ে তোমার..."
................................................
তোমার হৃদয়ে থাকতে দিবা আমাকে?
নিলয়
আনিলা ভেবে পায়না ও কি উত্তর দিবে...ও ঠিক করে সরাসরি কথা বলবে ছেলেটার সাথে...পরেরদিন স্কুল থেকে আসার সময় রিক্সা থামিয়ে ছেলেটাকে ডেকে আনে...
= আপনি প্রতিদিন এভাবে আমাকে ফলো করেন কেন? আপনি কি চান?
- তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে আমাকে?
= সর্যি আমি অচেনা কাউকে আমার ফোন নাম্বার দেইনা...
-ঠিক আছে তাইলে আমার নাম্বার রাখো...ইচ্ছা হইলে ফোন দিও...
এর পরেরদিন থেকে এক মাসের জন্য আনিলার স্কুল বন্ধ হয়ে যায়...প্রথমে ভেবেছিলো ফোন করবে না কিন্তু নিলয় হাসিমাখা চেহারার কথা মনে হতেই আর ফোন না করে থাকতে পারেনা...নিলয়ের সাথে কথা বলে ওকে অনেক ভাল লেগে যায় আনিলার...প্রতিদিন কথা হত ওদের...ওদের মধ্যে অনেক ভাল বন্ধুত্ব হয়ে যায়...নিলয় আকারে ইঙ্গিতে ভালবাসার কথা বললেও সরাসরি করে কিছুই বলতোনা...
দেখতে দেখতে এক মাস কেটে যায়...আবার আনিলার স্কুল শুরু হয়ে যায়...ওর কাছে এখন আর দূরে বাসা হওয়াটা খারাপ লাগেনা...প্রতিদিন নিলয় ওর পিছন পিছন স্কুল থেকে বাসা পর্যন্ত আসে...আর প্রতিদিন একটা করে চিঠি দেয়...
নিলয় কত চেষ্টা করে কিন্তু আনিলাকে সরাসরি কিছুই বলতে পারেনা...কিন্তু আজকে যেভাবেই হোক আনিলাকে সবকিছু বলে দিতে হবে...নিলয় একটু স্টাইল করে ওর প্রিয় মোটরসাইকেলটা নিয়ে বের হয়...
"আজকে আনিলার স্কুল ছুটি হতে এত দেরী হচ্ছে কেন...নাকি ও একটু আগেই চলে এসেছে..." ওর অস্থিরতা দেখে ওর নিজের ই অনেক হাসি পাচ্ছে...ওইতো আনিলাকে দেখা যাচ্ছে...আনিলা একটা রিক্সায় উঠে...নিলয়ও ওর পিছে পিছে যায়... ...
বাইক চালানোর জন্য নিলয় বারবার পিছনে ফিরে আনিলাকে দেখতে পারছেনা...মনে মনে ভাবে কেন যে আজকে বাইক নিয়ে আসলো...কিন্তু যাই হোক না কেন আজকে আনিলাকে ওর ভালবাসার কথা বলবেই...ও পিছন ফিরে আনিলাকে চিঠি দিতে যাবে তখন আনিলা চিৎকার দিয়ে উঠে..."নিলয় সামনে দেখো..."
নিলয় সামনে তাকিয়ে দেখে রাস্তা খালি পেয়ে একটা বড় গাড়ি খুব দ্রুত এগিয়ে আসছে...কিছু বুঝে উঠার আগেই খুব জোরে একটা ধাক্কা দেয় আর নিলয় উড়ে গিয়ে পড়ে রাস্তার অন্য পাশে...আনিলা দৌড় দিয়ে যায় নিলয়ের কাছে...নিলয় তখন শুধু একটা কথাই বলে..."তোমায় ভালবাসি..."
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।