শেয়ার মার্কেট এখন উত্তাল। সবাই লস খাচ্ছে। তারা আবার আন্দোলন ও করেছে গত হরতালের আগের দিন। আমার কথা হচ্ছে, লাভ হলে আপনারা মেনে নিতে পারেন , কিন্তু লস হলে কেনো পারেন না , ভাই? রাস্তায় আন্দোলন করছেন ভালো কথা, রিক্সাওয়ালার রিক্সাটা কি দোষ করেছিলো? যারা রিক্সাওয়ালার এই সর্বণাশ করেছেন তাদের কাছে আমার প্রশ্ন। আপনারা তো এতোদেন ঠিকই শেয়ারে লাভ করেছেন,ঐ রিক্সাওয়ালা কি পেরেছে, আপনাদের মতো ৫০০০টাকা দিয়ে শেয়ার কিনে ৫০০০০টাকায় বিক্রি করতে? আন্দোলন এসব ভাংচুর না করেও করা যেত। আপনাদের যদি এতোই সাহস হয়ে থাকে, তাহলে আমরণ অনশন শুরু করুন। প্রাইভেট কার, মিনিবাস ট্যাক্সি ভাংতে পারলেন না, ভাংলেন গরীব মানুষের ভাড়া করা একটা রিক্সা! কেনো গাড়ী গুলো ভাংচুর করলে তো আপনাদের শেয়ারে লাভের টাকায় কেনা গাড়ীটাও ভাঙ্গা পড়বে, তাই না? আপনারা কেউ কি পারবেন ঐ গরীবের একমাত্র উপার্জনের স্বম্বল্টা ফিরিয়ে দিতে?
( অনেককে দেখা গিয়েছিলো পরেরদিনের হরতাল সফল করার শ্লোগান দিতে। আমি জানিনা এরা আসলেই কি চায়।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।