আমাদের কথা খুঁজে নিন

   

ভালুক

আমার ব্যক্তিগত ব্লগ

সফট টয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়তো টেডি বিয়ার। শাফিনেরও আছে। এইবার জন্মদিনে একটা ব্যাংক কাম পেন্সিল হোল্ডার ও পেয়েছে যেটা দেখতে একটা ভালুকের মতোন। এটাও ওর খুব প্রিয়। ওর কাছে বই আছে পুহ্ এর।

আজকে রং করেছে, আর বলেছে পুহ্ ব্যাথা পেয়েছে, কারন ও রং দিয়ে ঘসেছে। এছাড়া বইয়ে ভালুকের ছবি দেখলেই খুশি হয়ে ওঠে। মোট কথা ভালুক ওর খুবই প্রিয়। টিভিতে ভালুক দেখলেও লাফিয়ে ওঠে। কিন্তু বাস্তবে? কলকাতায় আলীপুর চিড়িয়াখানায় কালো ভালুক দেখালাম।

ও দেখলো, তারপর চোখ ঘুরিয়ে নিল। ও হয়তো নকল ভালুক বা টিভির ভালুকই পছন্দ করে। বাস্তবের না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।