এতকিছু ... ওই সিনেমার জন্যই...
পারস্যের পূর্বদিকে এক জনমানবহীন গ্রামে এক মালি ছিলেন। তার জীবনের সব আনন্দের উৎস ছিলো তার ফুল ও ফলের বাগান গুলি। তার এই বাগানগুলি ছাড়া তার আর কিছুই ছিলনা। না সন্তান সন্ততি, না বউ, না বন্ধুৃবান্ধব। এভাবে অনেকদিন ধরে একা একা থাকতে থাকতে লোকটি বিরক্ত হয়ে পড়ছিলো।
তার কোন কথাবলার মানুষ ছিলোনা। অতঃপর লোকটি তার বাগানের বাইরে গিয়ে একজন বন্ধু খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। এরপর যেই লোকটি তার বাগানের বাইরে গিয়েছে অমনি দেখতে পেল একটি ভালুক। আর ভালুকটিও ছিল লোকটির মতই একাকী, সেও বের হয়েছে একজন বন্ধুর খোঁজে। দেখতে দেখতেই দুজনের মধ্যে বেজায় বন্ধুত্ব হয়ে গেল।
এরপর লোকটি ভালুকটিকে বাগানে নিয়ে গেল এবং যতœ করে তার বাগানের ফল খেতে দিল। এর প্রতিদান হিসেবে দুপুরে খাবারের পর যখন লোকটি ঘুমাচ্ছিল ভালুকটি লোকটির মুখের উপর থেকে মাছি সরিয়ে দিতো।
একদিন দুপুর বেলা লোকটি যখন ঘুমাচ্ছিল তখন অনাকাঙ্খিতভাবে বড় একটা মাছি লোকটার নাকের উপর পড়লো। ভালুকটি তখন মাছিটিকে তাড়িয়ে দিলো, কিন্ত দুষ্ট মাছিটি লোকটির থুতনিতে গিয়ে বসলো। ভালুকটি আবার মাছিটিকে সরিয়ে দিলো।
কিন্ত মুহুর্তের মধ্যেই মাছিটি আবারও মালির মুখের উপর এসে বসলো। ভালুকটি তখন প্রচন্ড রেগে গেল। আর তখনি সে মাছিটিকে শায়েস্তা করার ব্যবস্থা করলো। সে একটি বিশাল পাথর তুলে নিল এবং প্রচন্ড জোরে মালির নাক বরাবর ছুড়ে মারলো। এভাবে সে শুধু মাছিটিকেই নয় ঘুমন্ত মালিকেও মেরে ফেললো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।