আমাদের কথা খুঁজে নিন

   

ছুঁয়ে জোছনার ছায়া এবং কর্নেলকে আমি মনে রেখেছি

সাগর সরওয়ার

লেখালেখি খুব সহজ কাজ নয়৷ কঠিন৷ আমার লেখালেখির শুরুটা হয়েছিল অনেকদিন আগে৷ সেই ছেলেবেলায়৷ দৈনিক পত্রপত্রিকার ছোটদের পাতায় ছড়া লেখার মাধ্যমে৷ এরপর আস্তে আস্তে কিশোর সাহিত্য, তারপর শুরু হলো বড়দের জন্য লেখা৷ মাঝে মাঝে গল্প লিখি৷ সাংবাদিকতা করে লেখালেখি করাটা শক্ত৷ সারাক্ষণ চোখ আরমাথা আর হাতের আঙ্গুলগুলো ব্যস্ত থাকে ফাইভ ডব্লিউ ওয়ান এইচের ছকে৷ তারপরও লিখি৷ সময় পেলে বসে যাই, এক কাপ চা খাই, দুটো লাইন লিখি... একসময় এই লাইনগুলোর সংখ্যা বাড়তে থাকে৷ কোনটা রূপ নেয় গল্পের আর কোনটা উপন্যাসের৷ গত বছরে লেখা গল্পগুলো নিয়ে এবারে আমার বই ‘ছুঁয়ে জোছনার ছায়া’ প্রকাশ করলো সাম্প্রতিক৷ আর উপন্যাসটি, যেটি সামুতে ধারাবাহিকভাবে বেশ কয়েক কিস্তি বেরিয়েছিল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সেই রাজনৈতিক উপন্যাস ‘কর্নেলকে আমি মনে রেখেছি’ বের করছে ভাষাচিত্র৷ বইমেলায় খুব যেতে ইচ্ছে করছে৷ মানুষের সব আশা পুরণ হয় না, আমিও সেই কাতারের একজন৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।