আমাদের কথা খুঁজে নিন

   

মোস্তফা জব্বারকে আজীবন সম্মাননা



তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান হিটলার এ. হালিম : তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখার জন্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার আজীবন সম্মাননা পেয়েছেন। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দে গত ৪ ফেব্রুয়ারি বেসিস সফটএক্সপো অ্যাওয়ার্ড নাইটে তার হাতে ‘বেসিস আজীবন সম্মাননা পদক ২০১১’ তুলে দেন প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম। কম্পিউটারে বাংলা লেখন পদ্ধতির বিজয় কি-বোর্ড ও সফটওয়্যারের উদ্ভাবক এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার গতকাল আমাদের সময়কে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, বেসিসের (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস) এই উদ্যোগ প্রশংসনীয়। সম্মাননা প্রদানের এই ধারা বেসিস অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, পুরস্কার হলো কোনো কাজের স্বীকৃতি।

আমাকে সেটি দেয়া হয়েছে বলে গর্ব বোধ করছি। এই স্বীকৃতির কারণে মনে হচ্ছে নিশ্চয় কাজটি বিশেষ কিছু। এতে করে অন্যরা ভালো কাজের প্রতি উৎসাহী হবে। দেশ আরো ভালো কিছু পাবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে এইচটি ইমাম বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে মোস্তাফা জব্বারের অবদান অসামান্য।

তার হাতে এ পুরস্কার তুলে দিতে পেরে আমি নিজে গৌরবান্বিত ও আনন্দিত বোধ করছি। সূত্র


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।