আমাদের কথা খুঁজে নিন

   

টেকনাফে আগুনে পুড়ে একজনের মৃত্যু



কক্সবাজারের টেকনাফ উপজেলায় গতকাল রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় আমির আলী (৪২) নামের একজন পুড়ে মারা গেছেন। উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে সৈকত পাড়ের এক দোকানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে উত্তর ঘাটের সৈকত পাড়ে মোহাম্মদ আলমের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে পুড়ে দোকানে থাকা কর্মচারী আমির আলী ঘটনাস্থলেই মারা যান। আগুন ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী স্থানে থাকা একটি নৌকা, চারটি ঘর ও ঘরে থাকা বিপুল পরিমাণ জাল পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে দোকানের মালিকের ছেলে মোহাম্মদ শাহীন (২২) অগ্নিদগ্ধ হয়েছেন। শাহীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাহারছড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, আমিরের লাশ উদ্ধার করে আজ সোমবার সকালে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে উৎস:প্রথমআলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.