দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে লেনদেনের শুরুতেই সাধারণ সূচক বেশ কিছুটা পড়ে গেছে। শুরুর আট মিনিটের দিকে সাধারণ সূচক ২৩৭ পয়েন্ট কমে যায়। একই সঙ্গে কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ বিএনপির ডাকা হরতাল চলছে, তবে কোরাম পূর্ণ হওয়ায় যথাসময়ে ডিএসইতে লেনদেন শুরু হয়েছে।
এ লেনদেন শুরুর পর আধঘণ্টায় সাধারণ সূচক ২২০ পয়েন্ট কমে ছয় হাজার ৪৯৮ পয়েন্টে দাঁড়ায়।
এ সময়ে মোট ১৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ার। মোট লেনদেন হয়েছে ৫৬ কোটি টাকার।
প্রধান বিরোধী দল বিএনপির ডাকা হরতাল চলাকালে সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের ২৩৮টি ব্রোকারেজ হাউসের মধ্যে ১৩৫টি হাউস লগ ইন করে। এর ফলে নির্ধারিত কোরাম পূর্ণ হওয়ায় বেলা ১১টায় যথারীতি লেনদেন শুরু হয়।
আর এই কোরাম পূর্ণ হওয়ার জন্য প্রয়োজন ছিল ৭০টি হাউস লগ ইন করা।
ডিএসইতে গতকাল সাধারণ মূল্যসূচক ৪০৬ পয়েন্ট বা পাঁচ দশমিক ৭০ পয়েন্ট কমে ছয় হাজার ৭১৯ পয়েন্টে নেমে যায়। এ নিয়ে গত পাঁচ কর্মদিবসে স্টক এক্সচেঞ্জটির মূল্যসূচক কমেছে ৮৫০ পয়েন্টের বেশি। লেনদেনের প্রথম ঘণ্টায় সূচক ১৭৭ পয়েন্ট কমে যায়। এরপর সারা দিনই তা অব্যাহত থাকে।
দিন শেষে সূচক ৪০০ পয়েন্টের বেশি কমে যায়
উৎস:প্রথমআলো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।