আমাদের কথা খুঁজে নিন

   

একদা ছিল কর্দমাক্ত শেষ বিকেল

.

২০৪৬ সালের এক বৃষ্টিস্নাত পড়ন্ত বিকেলে মেঘলী তার ইউনিভার্সিটির ২য় সর্বশেষ পরীক্ষার পর মাথা থেকে আত্নহননের কারন ও প্রতিকার বিষয়ক ভাবনা বিতারীত করার বৃথা প্রচেষ্টা শেষে রিকশা খুজতে গিয়ে হঠাৎ খেয়াল করল ২১ মিনিট পেরিয়ে গেছে। গত ৩ মাসে আত্নহনন জনিত কারনে এই ব্লকে ১৫ জন রিকশা ড্রাইভারের মৃত দেহ পাওয়া গেছে। কারন অনুসন্ধানে দেখা গেছে বেকারত্ব এবং হঠাৎ উন্নত জীবন থেকে অব্যহতি। শেষ বয়সের বৃদ্ধ নজরুলের মত দেখতে এক বৃদ্ধ কর্দমাক্ত রাস্তার অপর প্রান্তে তার ভাবনায় হঠাৎই উঠে এলো। -এই যে যাবেন? -কোথায়? -এ-ব্লক? -না।

-এপোলো যাবনে? -হুমম। বৃদ্ধের নিঃস্পৃহ ভাষা এবং কম্পমান হাতের আঙগুল মেঘলীর মনে গত সপ্তাহে দেখা আত্নহনন বিষয়ক পরিসংখানটির ধাক্কা দিয়ে গেল। এই বৃদ্ধ আর এক সপ্তাহ টিকে গেলে সর্বশেষ পরীক্ষার দিন হয়তবা আর ঝাকি পোহাতে হবে না। ব্যগের ডেইরীমিল্ক না বাসার সামনের চটপটি কোনটা দিয়ে পটানো যায় ভাবতে ভাবতে দেখল রিক্সার চেইন পড়ে গেছে। কাজী নজরুল তার কম্পিত হাতে চেইন ঠিক করার বৃথা চেষ্টা আব্যহত রাখল।

তারপর হটাৎই জানিয়ে দিল, -যাব না। কর্দমাক্ত রাস্তায় কাদাসিক্ত কম্পমান বৃদ্ধকে দেখে মনে হল তার খুব ঘুম পেয়েছে কিংবা তার দাড়িয়ে থাকার জন্য সক্রিয় নিউরন গুলো নিস্প্রান হয়ে আসছে। মেঘলীর একটা নিউরনের আত্নহনন বিষয়ক পরিসংখ্যানের বার্তা তাৎক্ষনিকভাবে ভীতির নিউরনে রুপান্তরিত হল। রিক্সা থেকে নামলে কাদায় মাখামাখি হতে হবে- বার্তা নিয়ে আসা নিউরন খুব ক্ষীন সময় স্থায়ী হল। জায়গা করে নিল লোকটার আজই আত্নহনন-এর সম্ভাব্যতা বিষয়ক বার্তা।

মেঘলী টুপ করে নেমে শক্ত হাতে রিক্সার চেইনটা ঠিক করে ফেলল। -আমার খুব ক্ষিদে পেয়েছে, আপনি আমাকে আমেরিকান বার্গার পর্যন্ত পৌছে দিন প্লিজ। লোকটির মুখ নিঃস্পৃহ থেকে নিঃস্পৃহতর হল। -যাব না। লোকটা কদামাখা রাস্তার গায়ে চাকার নক্সা তুলে চলে গেল।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।