আমাদের কথা খুঁজে নিন

   

কবির চঞ্চল শিরা - পৃথিবীর মুখে তুলে দেয় জীবনের লোকমা ।

ট্রেনের নিচে গলাকাটা লাশটা আমার'ই হয়ত, ডাস্টবিনের গন্ধে তুস্টি খুজেছিলাম, পাইনি।

কবি কবির জ্বলজ্বলে জোড়া চোখ প্রেমের অতিথি, আরক্ত বুকখানি বিপ্লব অরণী এ অফলা ভূমিতে। কবির চঞ্চল শিরা - কাগুজে প্রতিভার ফল্গু হয়ে কস্তের বাহু থেকে রাজ্যপাল, পৃথিবীর মুখে তুলে দেয় জীবনের লোকমা , কাগজের বুকে আঁকা জীবিকা কবির আক্ষরিক কম্পন। এ সুরম্য সুধানন্দ্য কয়রা হৃদয়ে বেমানান, কালান্তর আমোদ করে জীবনের পথে পথে। কবি আকাশি, কবি মানবিক, কালত্তীর্ন, বাঁধনের উর্ধে, জীবন নেড়ে দেখে শিশুর চোখ দিয়ে, প্রেমের বসন বোনে কাগজের বুকে, কবিতা আদরের কুমারী দুলালী, তার কথা শোনে যতনে, সুফলা হৃদয়। ১৭/০৮/২০০৯ ইং খুলনা বি.দ্র : বানান ভুলে ক্ষমা প্রার্থী

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.