উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
নর্তকীর কুয়াশাকেবিনে পবিত্র মুখের ব্যালেরুম
রাজকুমারীর শোকার্ত নাভিফুলে জন্ম-মৃত্যুর জল্লাদ বসে থাকে
মধুপানের পর আনন্দের দেহতরী ছড়িয়ে দেন নদী পথে
তিনি যেদিন নগরে ফেরেন সেদিন
উন্মত্ত ঈগলের কাঠখোদাই ডুবে থাকে নিজস্ব চারুলতার ফাঁদে
মৌবনের গভীরতায় নাবিকের কাটা হাতের পাশে
পড়ে আছে নির্জনতার ছুরিশূন্য রাত
আমি জেগে আছি, মৈথুনের বৃন্দাবনে নর্তকীদের নাচ দেখছি
অংশগ্রহণ করো এই মৈথুনানন্দের নাওয়ে
তুমিও দেখো, বৈশ্যদের কড়ি ও কমলের স্নিগ্ধ সংঘাত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।