আমাদের কথা খুঁজে নিন

   

পশ্চিমে নিরাপত্তা শঙ্কা, ইন্টারপোলও সতর্ক

দেশগুলো তাদের নাগরিকদেরকে বিশ্ব ভ্রমণে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে ভ্রমণে বিশেষভাবে সতর্কতা জারি করেছে।  
শনিবার বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা, ইন্টারপোলও। সংস্থার ১৯০টি সদস্যদেশকেও সম্ভাব্য জঙ্গি আক্রমণের বিষয়ে কড়া নজরদারি করার পরামর্শও দেয়া হয়েছে।
গত ৩১ জুলাই তালেবানরা পাকিস্তানের একটি সুরক্ষিত কারাগারে হামলা চালিয়ে শতাধিক বন্দিকে মুক্ত করে।
২২ জুলাই ইরাকের আবু গারিব কারাগারেও হামলা চালিয়ে প্রায় ৫০০ আল-কায়েদা জঙ্গিকে মুক্ত করে আল-কায়েদার ইরাক শাখা।

ইরাকের কারাগার থেকে পালিয়ে যাওয়াদের মধ্যে জঙ্গি সংগঠনটির বেশকয়েকজন শীর্ষ নেতাও রয়েছেন।
অন্য এক ঘটনায় ২৭ জুলাই ব্রাজিলের কারগার থেকেও ১১শ’র বেশি কয়েদি পালিয়ে যায়। দেশটিও ইন্টারপোলের সদস্য।
ইরাকের কারাগার ভাঙার পর আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি বুধবার যুক্তরাষ্ট্রের গুয়ানতানামোবে কারাগার থেকেও তাদের বন্দিদের মুক্ত করার ঘোষণা দিয়েছেন। কোন প্রক্রিয়ায় তারা বন্দিদের মুক্ত করবে তা না জানালেও অতীতে পশ্চিমা নাগরিকদের অপহরণ করে কারাবন্দি সঙ্গীদের মুক্তির জন্য ব্যবহার করেছিল আল কায়েদা।

  
ইন্টারপোল সম্প্রতি ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানের কয়েকটি কারাগার ভেঙে ইসলামি জঙ্গিদের পালিয়ে যাওয়ার ঘটনার পেছনে জঙ্গি সংগঠন আল-কায়েদা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে।
কারাগার ভাঙার ঘটনা সম্পর্কিত তথ্যগুলো পর‌্যবেক্ষণ করতে এবং জঙ্গিরা অন্য কোথাও সংঘবদ্ধ হচ্ছে কিনা তা দেখতে সদস্য দেশগুলোকে অনুরোধ করেছে পুলিশের আন্তর্জাতিক এই সংস্থাটি।  
এদিকে একই কারণে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের বিশ্ব ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে। উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অগাস্ট মাসের কোনো এক সময় মার্কিন নাগরিকরা বড় ধরনের হামলার শিকার হতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে দেশটির কাছে।
এছাড়া হামলার আশঙ্কায় ২১টি মুসলিম দেশে রোববার মার্কিন দূতাবাস বন্ধ রাখছে যুক্তরাষ্ট্র।


এদিকে ইয়েমেনও সেনাবাহিনীর একদল সদস্য দেশটির প্রেসিডেন্ট প্রাসাধে ব্যর্থ হামলা চালানোর পর সেদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।
এছাড়া রবি ও সোমবার ইয়েমেনের রাজধানী সানায় যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্রিটেনের নাগরিকদের দ্রুত ইয়েমেন ত্যাগ করার পরামর্শও দিয়েছে সেদেশের সরকার।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, তারাও রোববার ইয়েমেন তাদের দূতাবাস বন্ধ রাখবে।
এই অগাস্ট মাসেই ইতোপূর্বে ভারতের মুম্বাই ও কেনিয়ার নাইরোবিতে ভয়াবহ হামলা হয়েছিল বলে স্মরণ করিয়ে দেয় ইন্টারপোল।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.