খুঁজে ফিরি মুক্তি
বিষাক্ত বাতাসে মিশে গেছে ঘাম
যা কিছু সৃষ্টির পূর্বে দিয়েছিল ধ্বংসের অবসাদ।
একখন্ড চাঁদের বিলাসিতায় খুঁজে ফিরে
রক্তের আজন্ম স্বাদ।
উড়ন্ত ভবনের চারদেয়ালে কফিনের
আঁকা যাদুগুলো স্মৃতির অতলে
ধাবমান পোকাদের আলোকিত বিদ্রুপে
শব্দের কাঁচ ভাঙ্গে।
থেমে যায় উঠে আসা স্বপ্নরা
দূরে,অদূরে শিয়ালের ডাক
স্পষ্ট,অস্পষ্ট সীমারেখায় প্রান্তিক
লাশে মানুষের জন্ম দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।