আমাদের কথা খুঁজে নিন

   

আমার যে সন্তানেরা এবার এইচ এস সি পাশ করত পারেনি



হ্যাঁ, আমার প্রায় তিন লাখ সন্তান এবার এইচ এস সি পাশ করতে পারে নি। তারা ব্যর্থ! এভাবেই আপনি তাদের মূল্যায়ন করতে চান তো? স্যরি স্যার। এতো সোজা না। ওরা কেউ পড়েনি এটাই বলতে চান তো । স্যরি এটাও ঠিক নয়।

আপনি কি ওদের মস্তিস্কগুলো ঘেঁটে দেখেছেন? আপনি কি জানেন, হয়তো উপযুক্ত সহায়তা বা পরিবেশের কারণে ওরা ভালো করতে পারেনি, তার অর্থ এই নয় ওরা বাতিল, ওরা ফালতু। প্রশ্নবিদ্ধ শিক্ষার এই যে ব্যবস্থা সেটা হয়ত ওরা পার হতে পারেনি (আইনস্টাইন নাকি স্কুল পরীক্ষায় ফেল করতেন) তার মানেই ওরা কিছুনা, এটা মানতে তো আমি পারছিনা। ওরা হয়ত আইনস্টাইন নয়, কিন্তু ওরাও বুদ্ধিমান, ওদেরও দারুণ কিছু করার মত ক্ষমতা আছে। কিন্তু ওদের অনেকেই এই মূহূর্তে বিপর্যস্ত, জীবনও রাখতে চায়না অনেক বোকাগুলো। ওদেরকে কিভাবে এই শিক্ষা ব্যবস্থা সাহায্য করবে, না কি করবে না।

আমরা বাবা মায়েরা কি ওদের সাহায্য করব নাকি করব না। আমি নিজে একবার অষ্টম শ্রেনীতে ফেল করেছিলাম। বাবা মা ব্যস্ত থাকতেন। আমার লেখাপড়া নিজে করতাম। ভালো করতে পারিনি।

আমি জানিনা, জামাত কি বিএনপি, কার দোষ। কিন্তু কালকে ছোট মেয়ের ভালো রেজাল্ট উৎসব করতে পারিনি, মিষ্টি বিতরণ করতে পারিনি ওদের কথা ভেবে। আমিই হয়তো বোকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.