আমাদের কথা খুঁজে নিন

   

আমার জারজ সন্তানেরা

জনক কিংবা পিতাকে নিয়ে প্রশ্ন তোল না// যে মায়ের আঁচলে ভাত খাওয়া হাত মুছেছি, কোনোদিন এই আমি তার সামনে দাঁড়াতে পারব না।// (নজরানাঃ জাতির জনক শেখ মুজিবকে)

এই কবিতাটি http://www.banglalive.com -এ প্রকাশিত হয় । লিংকটা দিতে পারছি না কোনমতেই। নিচে তাই কবিতাটি দেওয়া হল । ছবিটি সোমা সাহার। কেমন লাগল জানাবেন ... আমি একক প্রণয়ে বিশ্বাসী নই অনেক দয়িতার প্রেমে বিশ্বাসী সেই-সব দয়িতার যারা সময়ে অসময়ে আমার কাছে ফিরে আসে কখনও রূপক-যমক-শ্লেষ হয়ে কখনও-বা অদ্ভুদ চিত্রকল্প হয়ে --এসে আমার কানে মন্ত্র পড়িয়ে দ্যায় প্রেমের বুকে বুক মিলায় চুমোয় ভরে দ্যায় ওষ্ঠ যুগল আমি জানি-- আমার দয়িতারা শিশুর মতোন উলঙ্গ-পবিত্র ভোরের মতোন শুভ্র আকাশ শ্রাবণের মতোন অভিমানী ঝির-ঝির বৃষ্টির মতোন চঞ্চল হেমন্তের ধানের মতোন গন্ধময় এই যে আমার পঙক্তিমালা ওরা আমার জারজ সন্তান আমি ওদের পরিচয়ে গর্ববোধ করি ওদের জন্য আমার এ-হাসি , এ-অহংকার আমার জারজ সন্তানেরা কবিতার পঙক্তি গল্পের কথা নাটকের সংলাপ হয়ে বারবার আমার কাছে ফিরে আসে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.