যে চাওয়া যৌক্তিক তা কেন মৃত্যু ডেকে আনে? যে চাওয়া সময়ের দাবী তা কেন দুঃখ দানে ? আমরা কি রাজনীতির খপ্পরে ঘৃণ্য চক্রের আবর্তে ঘুরপাক খাচ্ছি মরিচিকার মতন আলেয়ার পেছন ছুটছি নাকি কারো ইচ্ছার পুতুল হয়ে চলছি। মদের নেশায় বুদ হয়ে বিবেকের মাথা খেয়ে নিঠুর খেলা খেলছি; নাকি সত্যি কথাই বলছি? মারছি মানুষ মারছি নিজেরাও মরছি ধরি মাছ না ছুই পানির ঘৃণ্য খেলার নাকি কাঁটা দিয়ে কাঁটা তোলার কাঁটা হয়ে চলছি। সরষেতেই কি ভুত মানুষ মারার মন্ত্র নিয়ে চোরাবালি গড়ছি; বিভেদরেখা সৃজন করে মারছি মানুষ নিজেরাও মরছি। -------------------------------------------------- উৎসর্গ: রাজীব সহ ২৮/১/১৩ তে নিহত ৬৩ জন বাংলাদেশী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।