আমাদের কথা খুঁজে নিন

   

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে পুলিশের 'সাথে ত্রিমুখী সংঘর্ষ\ ১ পুলিশ নিহত\ আহত শতাধিক

আমার লেখালেখি এবং চিন্তাভাবনা নিয়েই আমার ব্লগ।

শ্রীনগর থেকে ফিরে আব্দুস সালাম : মুন্সিগঞ্জের আড়িয়ল বিল রক্ষা কমিটির মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশ ও পক্ষে-বিপক্ষের জনতার ত্রিমুখী ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এক পুলিশ নিহত এবং পুলিশ, সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। সংঘর্ষকালে বিক্ষুব্ধ জনতা চাষাড়া পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয়। গত বুধবার ঢাকার মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশে বাধা প্রদান এবং শ্রীনগর থানায় ৪ হাজার ২৬ জন গ্রামবাসীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করার প্রতিবাদে আড়িয়ল বিল রক্ষা কমিটি গতকাল সোমবার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করেছে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর এবং সিরাজদিখান এলাকায়।

আড়িয়াল বিলের ৫টি ইউনিয়নের হাজার হাজার লোক সকাল থেকে লাঠিসোটা, রামদা, হকিস্টিক, দা ঝাড়ু নিয়ে মহাসড়ক অবরোধ করে। ফলে সকাল সাড়ে ৮টা থেকে সোয়া ৪টা পর্যন্ত ঢাকা-মাওয়া মহাসড়কের সকল ধরনের যানচলাচল বন্ধ থাকে। কর্মসূচি চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে ছনবাড়িতে অবরোধকারীদের সঙ্গে বিমানবন্দর নির্মাণের পক্ষাবলম্বনকারীদের সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিয়ারসেল, রাবার বুলেট এবং জলকামান নিক্ষেপ করে। এ সময় পুলিশ দুই পক্ষকেই নিয়ন্ত্রণের চেষ্টা চালালে ত্রিমুখী সংঘর্ষ বাঁধে।

এতে ৫০ পুলিশ, ৪ সাংবাদিক, বাংলাভিশনের ক্যামেরাম্যানসহ শতাধিক ব্যক্তি আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশের মধ্যে এ.এসপি দেওয়ান মোহাম্মদ লালন, কনস্টবল জিয়াদ আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। বিকেলে ডিএসপি হাবিলদার মতিয়ার রহমানের মৃত্যু হয়। সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার মোস্তফা কামাল পাশা গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আড়িয়াল বিল রক্ষা কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে মহাসড়কের হাষাড়া পয়েন্টে অবস্থান গ্রহণ করে। সেখানে তারা স্থানীয় সংসদ সদস্য শুকুমার রঞ্জন ঘোষের ৭/৮টি তোরণ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বিক্ষোভকারীরা মহাসড়কের উপর টায়ার জ্বালিয়ে এবং মহাসড়কের কুচিয়ামোড়া থেকে ছনবাড়ি পর্যন্ত বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বিমান বন্দর নির্মাণের পক্ষের লোকজনরা অবস্থান নেয় ছনবাড়িতে এবং বিরোধীরা অবস্থান নেয় ষোলঘর, হাষাড়া এবং নিমতলী পয়েন্টে। উভয় পক্ষ সকাল থেকেই নিজ নিজ অবস্থানে থেকে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

দুপুর ১টার দিকে অবরোধকারীরা মহাসড়কে অবস্থিত হাষাড়া পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করে এবং প্রথম আলোর সাংবাদিকের ১টি ও পুলিশের ১টি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। এছাড়া পুলিশের ৩টি গাড়ি ভাংচুর করে। আড়িয়ল বিল রক্ষাকমিটির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পলাশ বলেন, আমাদের জীবন দিয়ে হলেও আমরা আমাদের বাবার ভিটে রক্ষা করব। আড়িয়াল বিলের অপর এক নেতা আব্দুল হাই জানান, শুকুমার রঞ্জন ঘোষ আমাদের ভোটে নির্বাচিত হয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাকে আমরা ছাড়বো না। যে কোন মূল্যে আমরা আড়িয়াল বিল রক্ষা করব।

আড়িয়াল বিলে ক্ষতিগ্রস্ত অপর চাষী বলেন, আড়িয়ল বিল আমাদের রক্ষা করা ফরজ। এখানে বিমানবন্দর করতে আসলে তাকে জীবন নিয়ে যেতে দেব না। বাড়ৈখালি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন মাস্টার জানান, আড়িয়ল বিলে বিমানবন্দর করতে হলে হাজার মানুষের রক্তের বিনিময়ে করতে হবে। এখানে রক্তের বন্যা বয়ে যাবে তবুও এখানে বিমানবন্দর হতে দিব না। স্থানীয় মাতববর কাইয়ুম জানান, গ্রামের সকল ছেলেমেয়ে কাফনের কাপড় পরে মহাসড়কে অবস্থান নিয়ে জীবন দিবে তবুও আড়িয়ল বিলে বিমান বন্দর হতে দিব না।

অপর এক ক্ষতিগ্রস্ত গ্রামবাসী জানান, আমাদের এখানে যে ফসল হয় তাতে এক বছর চাষীরা ঘরে বসে খেতে পারে। এখানে লাখ লাখ টাকার মাছ বিক্রি করে এখানকার লোকজন জীবিকা নির্বাহ করে। তাই এখানকার আড়িয়ল বিলে বিমানবন্দর হতে দেব না। আড়িয়ল বিলের অপর এক গৃহিণী রেবেকা আক্তার জানান, আমরা এই বিলে কাজ করে খাই। এই বিলে বিমান বন্দর হলে আমরা না খেয়ে মারা যাবো।

তাই এখানে বিমান বন্দর চাই না। আড়িয়ল বিল রক্ষাকমিটির সভাপতি শাহজাহান বাদল জানান, আমরা আমাদের বিল রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দিব তবুও বিমান বন্দর হতে দেবে না। মুন্সিগঞ্জ পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, বিকাল ৪টা থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিবেশ আমাদের অনুকূলে। সকল ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে।

সিরাজিদখান থানার সেকেন্ড অফিসার মোস্তফা কামাল পাশার অবস্থা আশংকাজনক। সে সিসিইউতে রয়েছে। এএসপি দেওয়ান লালন আহম্মেদ ও কনস্টেবল জিয়াদকে আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও র্যা ব মহাসড়কের নিমতলী ও ষোলঘরে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বিমানবন্দর নির্মাণ নিয়ে হতাহতের ঘটনায় উদ্বেগ জনগণের স্বার্থ ও মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে অযৌক্তিক বিলাসী পরিকল্পনা বন্ধ করুন -মকবুল আহমদ আড়িয়ল বিলে প্রস্তাবিত আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এলাকার সাধারণ জনগণের সড়ক অবরোধ করার সময় পুলিশের সাথে জনগণের সংঘর্ষে ১ জন নিহত ও সাংবাদিকসহ শতাধিক আহত হবার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জ্ঞাপন করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ গতকাল সোমবার বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, এ ঘটনার জন্য বর্তমান সরকারই দায়ী। শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থাকা সত্ত্বেও জনগণের মতামত উপেক্ষা করে ঢাকার উপকণ্ঠে আড়িয়ল বিলের ২৫ হাজার একর জমি অধিগ্রহণ করে প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা সম্পূর্ণ অযৌক্তিক। তিনি বলেন, যে মুহূর্তে আমাদের দেশে খাদ্যের চরম সংকট সে মুহূর্তে আড়িয়ল বিলের ফসলী জমিতে বিমানবন্দর নির্মাণ জনস্বার্থ বিরোধী। এ স্থানে বিমানবন্দর নির্মাণ করা হলে হাজার হাজার কৃষক কার্যত নিঃস্ব হয়ে যাবে। তাছাড়াও পরিবেশ সংরক্ষণে আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে আড়িয়ল বিলের প্রাকৃতিক এ জলাধার বিনষ্ট হলে নিশ্চিত পরিবেশ বিপর্যয় দেখা দিবে।

তাই পরিবেশ সংরক্ষণের স্বার্থেও এ আত্মবিনাশী কাজ থেকে ফিরে আসতে হবে। জনগণের তীব্র প্রতিরোধের মুখে সরকার ফ্যাসিবাদী কায়দায় যদি বিমানবন্দর নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করে তাহলে আরো জানমালের ক্ষতি হবার আশংকা রয়েছে। তিনি জনগণের স্বার্থ ও মতামতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এ অযৌক্তিক ও বিলাসী পরিকল্পনা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানান। বুধবার মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশে খোন্দকার দেলোয়ার আড়িয়াল বিলের ঘটনা সরকারের পূর্বপরিকল্পিত সরকারের বিরুদ্ধে কথা বললেই যুদ্ধাপরাধী স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকারের ইচ্ছা জোর করে জনগণের ওপর চাপিয়ে দিতে পূর্ব পরিকল্পিতভাবে মুন্সীগঞ্জে অহেতুক সংঘর্ষের সৃষ্টি করা হয়েছে । তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন।

আড়িয়াল বিল রক্ষাকারীদের আন্দোলনের সাথে বিএনপির একাত্মতা ঘোষণা করে দেলোয়ার বলেন, সরকার জনস্বার্থ বিরোধী কমকান্ড বন্ধ না করলে শুধু মুন্সীগঞ্জ নয়, সারা দেশের মানুষকে সাথে নিয়ে আন্দোলন করা হবে। গতকাল সোমবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক আবদুল মান্নান, সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী প্রমুখ। এ ছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। পুঁজিবাজার কেলেঙ্কারি, আইন-শৃক্মখলা পরিস্থিতির অবনতি, পৌর নির্বাচনে ভোট ছিনতাই, নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিতে আগামী বুধবার রাজধানীর মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় বিএনপি।

তিনি বলেন, জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন করতে ১৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। এই টাকা দিয়ে জনগণের জন্য কিছু করলে দেশ ও জনগণ উপকৃত হতো। তিনি বলেন, আড়িয়াল বিলে বিমানবন্দরের কি দরকার। যে বিমানবন্দর আছে তাই ২৭ ভাগ ব্যবহার হয়। এই বিমানবন্দরের নামে ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করে অর্ধেক লুটপাট করবে।

আড়িয়াল বিলের ঘটনায় সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, ওই এলাকার মানুষের স্বার্থ বিনষ্ট করে বিমানবন্দরের কোনো প্রয়োজন নেই। অর্থ লুটপাট আর নিজের বাপের নাম দেয়ার জন্য এ বিমানবন্দর তৈরি করা হবে। আড়িয়াল বিলে যারা আন্দোলন করছে তারা স্বাধীনতা বিরোধী, একাধিক মন্ত্রীর এমন মন্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সরকারের মতের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী বলা হচ্ছে। তিনি বলেন, মুন্সিগঞ্জের সকল মানুষইতো এর বিরোধিতা করছে। তারা সবাই কি যুদ্ধাপরাধী? খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, অবৈধ, অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগকৃত এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, আগামীতেও হবে না।

তারা সকল নির্বাচনে সরকারের পক্ষে ভোট কারচুপিতে সহায়তা করেছে। নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এই নির্বাচন যদি মডেল হয়-তাহলে কারচুপির নির্বাচন কোনটি। জনগণ দেখেছে, নির্বাচন কেমন হয়েছে। অথচ তিনি এই নির্বাচনকে মডেল বলে সরকারের পক্ষে সাফাই গাইলেন। তিনি বলেন, একটি নীল নকশার পাতানো নির্বাচনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়েছিলো।

তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তাই জনগণের জন্য তারা কিছু করছে না। তারা যেসব ওয়াদা নিয়ে এসেছিলো তার একটিও বাস্তবায়ন করতে পারেনি। তারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে চুক্তির মাধ্যমে প্রভুদের খুশি করা নিয়ে ব্যস্ত রয়েছে। বিএনপি মহাসচিব বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইন-শৃক্মখলার অবনতি ও লুটপাটে দেশের মানুষ এখন দিশেহারা।

স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন বলেন, আইন-শৃক্মখলা ভালো সেদিনই কয়েকটি লাশ পাওয়া যায়। তিনি বলেন, লন্ডনেও সাংবাদিকরা প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বর্জন করেছে। তিনি বলেন, সীমান্তে প্রায় প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে। আগে পতাকা বৈঠক হতো, এখন তাও হয় না। এমনকি প্রতিবাদটুকুও করা হয় না।

চলতি অধিবেশনে বিএনপির সংসদে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, সরকার দুই বছরেও বিরোধী দলের সংসদে ফেরার পরিবেশ তৈরি করেনি। ভবিষ্যতেও পারবে না। বর্তমান সরকার জনগণের সরকার নয় আখ্যা দিয়ে তিনি আরো বলেন, ফেলানী হত্যায় সরকার প্রতিবাদ না করে জনবিরোধী কাজে লিপ্ত হয়েছে। পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বিডি নিউজ : মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। সোমবার জনতার হামলায় আহত চার পুলিশ সদস্যকে দেখতে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদও হাসপাতালে গিয়ে আহত পুলিশ সদস্যদের খোঁজ-খবর নেন। হাসান মাহমুদ বলেন, ‘‘দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের ওপর অপরাধী ও দুষ্কৃতকারীরা হামলা করেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ’’ মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে নতুন বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় জনতা সোমবার সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এতে এক পুলিশ সদস্য নিহত এবং চার পুলিশসহ ৪২ জন আহত হন। মুন্সীগঞ্জে সহিংসতা খালেদার নির্দেশে আ. লীগ যুদ্ধাপরাধের বিচার থেকে দেশবাসীর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে বিরোধীদল আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণকে রাজনৈতিক ইস্যু বানিয়ে উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ বলেছেন ‘‘একটি শান্তিপূর্ণ আন্দোলনকে বিপথগামী করতে এবং আন্দোলনকারীরা যাতে সরকারের সঙ্গে কোনো রকম সমঝোতায় পৌঁছাতে না পারে সে জন্য খালেদা জিয়ার প্রত্যক্ষ নির্দেশে বিএনপি ক্যাডাররা এই ন্যক্কারজনক সন্ত্রাসী কর্মকান্ডের জন্ম দিয়েছে। ’’ এলাকাবাসীকে উস্কে দিতে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে বিপুল পরিমাণ অর্থ বিলি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। সোমবার শ্রীনগরে জনতার সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার পর বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুকুমার রঞ্জন এ কথা বলেন।

তিনি আশ্বাস দেন, আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণ করা হলে শুধু জমির মালিকদেরই ক্ষতিপূরণ দেওয়া হবে না, যারা বিলে আয় থেকে বঞ্চিত হবেন তাদের আর্থিক সহায়তা দেয়া হবে। জাতীয় সংসদের হুইপ ও মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এলাকার উন্নয়নের স্বার্থে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই সরকার সব সিদ্ধান্ত নেবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তিন সংসদ। পুলিশি হামলার নিন্দা আড়িয়াল বিল রক্ষার দাবিতে আন্দোলন স্টাফ রিপোর্টার : আড়িয়াল বিল রক্ষার দাবিতে জনগণের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বোরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। একইসাথে বিল রক্ষা কমিটির দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তারা।

ন্যাপ-ভাসানী ন্যাপ-ভাসানী চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক ও মহাসচিব হাসরাত খান ভাসানী এক যুক্ত বিবৃতিতে আড়িয়াল বিল রক্ষা কমিটির ডাকে অবরোধ কর্মসূচি পালনকালে বিনা উস্কানিতে পুলিশের হামলায় হতাহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে আড়িয়াল বিল রক্ষা কমিটির দাবি মেনে নেয়ার আহবান জানান। অন্যথায় সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুললে বর্তমান সরকারের সাধ্য নেই বিমানবন্দর নির্মাণ করার। তাই অবিলম্বে প্রকল্পটি বাতিল করা হোক। নেতৃবৃন্দ আহতদের ক্ষতিপূরণের দাবি জানান। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আড়িয়াল বিল রক্ষার দাবিতে এলাকার জনগণ ঢাকা মাওয়া সড়কে শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে স্বৈরাচারী মহাজোট সরকারের দলীয় সন্ত্রাসী ও পেটেয়া পুলিশ বাহিনী বর্বোরচিত হামলা চালায়।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক ব্রি. জেনারেল (অব.) জাহাঙ্গীর হুসাইন জনগণের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ সাম্রাজ্যবাদ বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থে প্রায় ১০ লাখ মানুষকে উচ্ছেদ করে ৫০ হাজার কোটি টাকা ব্যয় করে আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণ অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানান। ইন্ধনদাতাদের খুঁজে বের করা হবে -সাহারা সংগ্রাম ডেস্ক : আড়িয়াল বিলে প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কে সোমবারের সংহিস ঘটনার সুষ্ঠু তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ১৫ জানুয়ারি নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, এ সহিংস ঘটনায় কারা ইন্ধন দিয়েছে তাদের খুঁজে বের করবে সরকার।

ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা হবে। মিলাদ মাহফিল অনুষ্ঠানে নরসিংদীর সড়ক দুর্ঘটনায় নিহতদের জন্য এক্সিম ব্যাংকের পক্ষ থেকে দেয়া প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিহতরা হলেন- পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফারুক আহমদ খান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল খান, এসআই কংকন কুমার মন্ডল, মো. মাসুদ পারভেজ, মো. রেজাউল করিম, নারায়ণ চন্দ্র চন্দ, বজলুর রহমান, রিয়াজ উদ্দিন, কৃষ্ণ কান্ত বর্মন ও প্রিয়তোষ চন্দ্র পাল। পুলিশের ভাতা বৃদ্ধি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের জানমাল হেফাজত করতে পুলিশ ঝুঁকি নেয়। ভবিষ্যতে পুলিশের আরো সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবছে সরকার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.