আমাদের কথা খুঁজে নিন

   

আড়িয়ল বিলে বিমানবন্দর শ্রীনগর রণক্ষেত্র, পুলিশ ক্যাম্প ভস্মীভূত, সংঘর্ষে আহত শতাধিক



মুন্সিগঞ্জের আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ উদ্যোগের প্রতিবাদে আজ সোমবার সকাল শ্রীনগর এলাকায় ঢাকা-মাওয়া সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় শতাধিক লোক আহত হয়েছে। এ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অবরোধের ঘোষণায় আজ সকালেই ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ঢাকার সঙ্গে মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের হাসারা বাসস্ট্যান্ডে লাঠিসোঁটা নিয়ে হাজার হাজার এলাকাবাসী জড়ো হয়। শ্রীপুর ও আশপাশের এলাকার লোকজনও জড়ো হতে থাকে। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা হলে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ বিক্ষুব্ধদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে এবং ব্যাপক মারধর করে। এ সময় পুলিশের লাঠিপেটায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গোলাম মর্তুজা ও ফটোসাংবাদিক সাজিদ হোসেনসহ বহু লোক আহত হয়।

সব মিলিয়ে শতাধিক লোক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিক্ষুব্ধ লোকজন হাসারা পুলিশ ক্যাম্প জ্বালিয়ে দিয়েছে। কেরানীগঞ্জের কদমতলী চত্বর সংযোগ সড়ক, মুন্সিগঞ্জের নিমতলী, হাসারা ও শ্রীনগর এলাকা এবং ধলেশ্বরী সেতুর উভয় পাড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মুন্সিগঞ্জের নিমতলী, হাসারা ও শ্রীনগরে সব দোকানপাট বন্ধ আছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আড়িয়ল বিল রক্ষা কমিটি আজ ঢাকা-মাওয়া সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.