আমি ছন্দে ছন্দে মাতি আনন্দে।
প্রথম আলোর সাহসী সাংবাদিক টিপু সুলতানের 'আড়িয়ল বিলে ভিন্ন বাস্তবতা' শিরোনামের রিপোর্ট পড়ে আড়িয়াল বিলের স্থানীয় বাসিন্দাদের মনের অবস্থা জানতে পারলাম।
মাছে ভাতে বাঙালী, সেই বাঙালীর সামনের থালা থেকে মাছ-ভাত কেড়ে নিবে সরকার। আর নিজেদেরকে জনগনের সরকার বলে যিকির তুলবে! জনগনও তা বিশ্বাস করবে! এতো বোকা বোধ হয় নয় বাংলার বর্তমান জনমানুষ।
মন্ত্রী, এমপি, চাটুকারদের বলি, সময় থাকতে জনগনের স্বার্থের দিকে চেয়ে এই সর্বনাশা স্বপ্ন ত্যাগ করুন। পকেট ভারী তো কতো ভাবেই করছেন। তাতেও পেট না ভরলে, নতুন কোনো পথ আবিস্কার করুন। এতে করে নিজেদের পিঠও বাচবে, জনগনও বেচে যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।