আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকার, আটক ৫

শনিবার সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুঁটিয়া ও জয়মনি খাল এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
এ সময় জেলেদের কাছ থেকে সাত বোতল কীটনাশক ও দুটি ডিঙ্গি নৌকা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, জিল্লুর রহমান (২৬), ফিরোজ আহমেদ (৩৫), জাকির জমাদ্দার (৩০), সাইদুল শেখ (৩৫) এবং হাওলাদার মোতালেব (৩০)।  এদের বাড়ি বাগেরহাটের মংলা ও রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে।
এ ঘটনায় চরাপুঁটিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও চাঁদপাইরেঞ্জের স্টেশন কর্মকর্তা অশোক কুমার দাস বাদী হয়ে বন আইনে পৃথক দুটি মামলা করেছেন।
রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।