২০০৫ সালের শেষের দিকে ৩য় বারের মত ঘুরতে গেলাম সুন্দরবন, আগের দুইবার অনেক বছর আগে মায়ের কোলে চড়ে পিকনিক করতে গেছিলাম শুধু এইটুকু মনে আছে। "গাইড ট্যুরস" নামের পর্যটন সংস্হার জাহাজে ৩ রাত ৪ দিন এর প্যাকেজ ট্যুর। এই ট্যুরের উদ্যক্তা আমার আগের অফিসের বস স্টিভ। আমরা প্রায়ই এখানে ওখানে যেতাম ঘুরতে, সুন্দরবনের কথা শুনে লাফিয়ে উঠে আমি রাজি। বনবিবি নামের এই বোট এ টোটাল ১২ জন এর থাকার ব্যাবস্হা, আমরা মানুষ খুঁজতে লাগলাম।
শেষ পর্যন্ত ১১ জন হলো, ঈদের সময় তাই আমি ছাড়া বাঙগালি আর কাউকে পেলাম না। ঈদের দিন সুন্দর বনের মাঝে থেকে আমাদের সাথে যোগ দিল আষ্ট্রেলিয়ান বাঘ গবেষক আ্যডাম বার্লো, ঐ দিন নাকি উনি বাঘ দের অফ দিয়েছেন
পুরা ট্রিপটাই ছিল জাহাজে, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আমরা ভোর বেলা আর সন্ধা বেলা নৌকা নিয়ে খালের ভেতরে যেতাম পশু পাখি দেখতে। রাতে জাহাজের সামনের ডেকে বসে দিতাম জম্পেশ আড্ডা। নিচে কিছু ছবি: (ছবিগুলি আমার তোলা নয়)
সুন্দরবন (ছবি: আয়া মাজেম):
ঐ বগি তুই খাস কি? (ছবি: আয়া মাজেম):
বনের ভেতর খাল। (ছবি: মারিকো হাত্তুরি)
কুমির না , গুইসাপ।
(ছবি: স্টিফেন কেয়ার্নি)
ভাটার টানে শুকনা খাল। (ছবি: মারিকো হাত্তুরি)
নীল আকাশের চিল... (ছবি: মারিকো হাত্তুরি)
সুখ দিবা নিদ্রায় আমি... (ছবি: আয়া মাজেম):
খালের ভেতর। (ছবি: আয়া মাজেম):
গাছে নাচে সবুজ সাপ... (ছবি: লুইস রাসেল)
খালের ভেতর... (ছবি: লুইস রাসেল)
হরিন দেখা যায়... (ছবি: আয়া মাজেম):
বনের ভেতর কাদায় হাঁটা... (ছবি: লুইস রাসেল)
হেঁটে হেঁটে ক্লান্ত সবাই, একটু বিশ্রাম.. (ছবি: আয়া মাজেম):
সোনালী সূর্যাস্ত। (ছবি: লুইস রাসেল)
ভোরের অন্ধকার খাল। (ছবি: লুইস রাসেল)
ভোরের প্রথম আলো।
(ছবি: লুইস রাসেল)
তালগাছের ছায়ায় বিশ্রাম, কটকা বিচ। (ছবি: লুইস রাসেল)
ঘাসবন, এখানেই বাঙলার রাজার চলাচল। (ছবি: লুইস রাসেল)
সাগরের কোলে সুন্দরবন। (ছবি: আয়া মাজেম):
খরস্রোতা মোহনায় সাঁতার, পাহারায় আছে জাহাজ ও স্পিডবোট (ছবি: আয়া মাজেম):
আমরা শোকাহত। (ছবি: আয়া মাজেম):
আরো ছবি দেখতে দেখুন আমার ফেসবুক পাবলিক এলবাম সুন্দরবন...
"দি এন্ড"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।