মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের তাম্বুলবুনিয়া খালে এ ঘটনা ঘটে বলে র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আনোয়ারুল কবির জানান।
ঘটনাস্থল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘শীর্ষ বাহিনীর ওই আস্তানা’ তল্লাশি করে ১৬টি বিভিন্ন ধরনের অস্ত্রও উদ্ধার করেছেন তারা।
নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। এরা হলেন- কাদের ও কল্যাণ। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।
নিহত তিনজনই ওই এলাকার দস্যুদল শীর্ষ বাহিনীর সদস্য বলে র্যাব কর্মকর্তা জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।