আমাদের কথা খুঁজে নিন

   

'মেহেরজান'

"সাধারণ ব্লগার "

মাহমুদুজ্জামান বাবু নিঃসন্দেহে একজন গুণী শিল্পী। তিনি প্রথম আলোর উদ্যোগে বিভিন্ন সমাজ সচেতনতামূলক কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন। যেমন- মাদক বিরোধী কর্মসূচী। যদিও উনি নিজেও মাদকসেবী। (সত্য বললাম, পরিণতি জানি না!) তিনি এবং রোবায়েত ফেরদৌস,কাবেরী গায়েন,ফেরদৌসী প্রিয়ভাষিণী আজ প্রথম আলোতে 'মেহেরজান ' নামের সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের বিরুদ্ধে 'ধুলাবালি মার্কা' সার্টিফিকেট দিয়ে দিয়েছেন।

যাহোক ‘মেহেরজান চলচ্চিত্র’ খুব ভাল হয়েছে তা বলব না। আমারতো মনে হয় আপনারা যারা আজ ‘মেহেরজান’কে মুক্তিযুদ্ধ ও নারীর প্রতি অবমাননাকর ছবি বলে লিখেছেন এবং যারা না দেখেই বিভিন্ন মন্তব্য করছেন,তারা কি চিলে কান নিয়েছে এমন গল্পটি শুনেননি? নানাজান বা খাজা সাহেব চরিত্রে ভিক্টর ব্যানার্জির বলিষ্ঠ অভিনয়ে বাঙ্গালীর যে সত্যিকারের চাওয়া উঠে এসেছে সেটাই কি মাহামুদুজ্জামান বাবুদের গাত্রদাহের কারণ???কখনই বাঙ্গালী জাতি শান্তিপূর্ণ উপায়ে অধিকার ব্যতিত যুদ্ধ চায়নি। কিংবা দাসত্বকেও সমর্থন করেনি। এখানে একজন পাকসেনার যে সহমর্মিতার কথা বলা হয়েছে তা কি পুরো পাকবাহিনীকে নির্দেশ করে? নাকি সেক্যুলারিজম,কমিউনিজিম(মাহামুদুজ্জামান বাবু কমিউনিজম এ বিশ্বাসী) কে পশ্চিমাদের কাছ থেকে ধার করা বলা হয়েছে,তাই এটা অবমাননাকর মনে হয়েছে?সত্যিই কি আমাদের জন্যে আমাদের নিজস্ব কোন তত্ত্ব প্রয়োজণ নেই? যে জাতি এত ধর্মভীরু তাদের সেক্যুলারিজম, গ্রামের অশিক্ষিত কৃষককে কমিউনিজিম শিক্ষা দেওয়া কতটা যুক্তিযুক্ত? বাঙ্গালী জাতি কিংবা মুক্তিযুদ্ধ কোনটাই এই চলচ্চিত্রে খাটো করা হয়নি। বরং বারংবার শান্তির কথাই বলা হয়েছে।

এ চলচ্চিত্রের প্রধান ত্রুটি এর নারী চরিত্রগুলোর পোশাক, বাচনভঙ্গি। এছাড়া আবহমান বাংলার সব কিছুই তো ছিল এখানে। বারবার এখানে স্রষ্টার প্রশংসা করা হয়েছে,এটাও আপনাদের ভাল না লাগার কারন হতে পারে! পরিচালক নিজেই আপনাদের বিভিন্ন চাওয়ার উত্তর দিয়েছেন। যেমন-পাকসেনাদের মধ্যে কেউ কারো উপকার করেছে কিনা। যাই হোক এখানে কোথায় নারীকে অপমান আর মুক্তিযুদ্ধকে খাটো করা হয়েছে বোধগম্য হল না।

মেহেরের নিজের বয়ানেই ফুটে উঠেছে এই যুদ্ধের মধ্যেও তার প্রেমে পড়া ঠিক না। এছাড়াও যে গভীর ভাবতত্ত্বের কথা এখানে বলা হয়েছে তা কি আপনারা বুঝেন নি?নাকি ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের ঊর্ধে উঠে ভাবতে পারেননি? কিংবা পারেননি এ ছবির আবেগটাকে ধরতে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.