বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র.................নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র
কয়েকদিন ধরেই সামু মেহেরজান সিনেমাটা নিয়ে বেশ সরগরম। অবশেষে আজকে বলাকায় সিনেমাটা দেখেই আসলাম। আমি সিনেমা বিশেষজ্ঞ নই, সাদা চোখে আমার যা অনুভূতি তাই বলছি।
এটা নাকি "একটি যুদ্ধ ও ভালোবাসার গল্প"????? সিনেমাটায় তো বলতে গেলে যুদ্ধের ছিটেফোটাও নাই। ভালোবাসা আছে বটে, তা পুরোপুরি অযৌক্তিক।
নায়িকা মেহেরজান এক পাকসেনার প্রেমে পড়ে যেখানে তার বোন পাকসেনা দ্বারা ধর্ষিত। পরিচালক রুবাইয়াত বলেছেন, তিনি নাকি অনেক গবেষণা করে এই সিনেমাটা বানিয়েছেন। তিনি যে কি গবেষণা করেছেন তা বুঝলাম না! তবে এই সিনেমা দেখার পর সচেতন যে কারোর মনে তার জাতীয়তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। পরিচালক মুক্তিযুদ্ধকে "গণ্ডগোল" বলে আখ্যা দিয়েছেন..............মুক্তিযোদ্ধাদের উপস্থাপন করেছেন ক্লান্ত ও বিয়েপাগল হিসেবে, আর পাকিকে বানিয়েছেন আদর্শবাদী ও মানবতাবাদী। গোটা সিনেমাটাই বিভ্রান্তকর তথ্যে পূ্র্ণ।
এই সিনেমা মুক্তিযুদ্ধের প্রতি এক চরম অবমাননা। এই সিনেমা নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।