মেহেরজান মুভিটা দেখলাম। দেইখা আসলে কি বুজলাম, কি শিখলাম। পোলাপান খালি দেইখাই যায়। এইসব শিক্ষামুলক ছিঃনেমা থেইক্কা তারা কিছু শিখে না। আপছুছ!!
আমি মুভিটা দেইখা যা বুঝলাম তা এহন বর্ননা দিতাছি।
পরথম কতা হইলো এইটা ৭১ এর পটভুমিতে নির্মিত একটা ছিঃনেমা। ওই সময় বাংলাদেশে থুক্কু পাকিস্তানে যুদ্ধটুদ্ধ কিছু একটা হইছিলো। ওই সময় কিছু খারাপ লোক এইডারে মুক্তিযুদ্ধ নাম দিছিলো। ওই মুক্তিযোদ্ধারা ক্যাম্প করনের লাইগা খাজা মিয়া নামক একজন অতি দয়ালু মুস্লিম লিগের ভাত না পাউইন্না নেতার পা জড়াইয়া কান্দাকাডি শুরু কইরা দিলো। কিন্তু খাজা বাবা অনুমুতি দেয় না।
হেতে রক্তপাত লাইক করে না। পাকিস্তানি কিছু বদ আর্মিও খাজা বাবারে শান্তি কমিটিতে যুগ না দেয়ায় থ্রেট মারে। পরে অবশ্য খাজা বাবারে খুন করা হয়। খারাপ মুক্তিযোদ্ধারাও হেতেরে মারার প্রস্তুতি নেয় আবার পাকি আর্মিরাও হেতেরে মারার লাইগা আহে। কিন্তু কেডায় মারছে বুঝা যায় না।
আর মুক্তিযোদ্ধা যুদি হেতেরে মাইরাও থাকে তাইলে মুল কারন যুদ্ধটুদ্ধ কিছু না, হেতের নাত্নিরে বিয়া কর্তারে নাই হেই দুঃক্ষে মারছে। তাইলে এইহান দিয়া আমরা কি শিখলাম ??? আমরা শিখলাম পাকি আর্মি এবং মুক্তিযোদ্ধার মইধ্যে কুনু ফারাক নাই। দুই দল ই খারাপ। কোনো কোনো ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা বেশি খারাপ। কারন হেগো মুখে এক আর কামে আরেক।
এই খারাপ লোকগুলানের লাইগাই আইজকা বাঙালি মাইয়ারা পাকি সোনা থুক্কু সেনা থেইক্কা বঞ্চিত!! আপছুছ!!
আমরা এতোদিন যে বিশাল মিথ্যার মইধ্যে আছিলাম এই মুভিটা না দেখলে বুঝতেই পারতাম নাহ!! আগে হুনছি মুক্তিযোদ্ধারা দ্যাশরে এবং দ্যাশের মানুষরে বাচানের লাইগা মুক্তিযুদ্ধে ঝাপাইয়া পড়ছিলো। কিন্তু ছিঃনেমাডা আমার হেই ভুল ভাঙ্গাইয়া দিলো। যেই সব বদ পোলাপাইন যুদ্ধটুদ্ধ করতে গেছিলো হেগো মুল উদ্যেশ্য হইলো প্রেমিকার কাছে বীর হিসেবে পরিচয় দেওন। কারন বাঙালি মাইরা সাহসী পাকি আর্মিগো ছবি বুকে জড়াইয়া ঘুমাইতো। হেগো বিয়া করাই দিলে হেতেরা এই আকাইম্মা যুদ্ধটুদ্ধে জড়াইতো না।
হুদাই!! হেতেরা যুদ্ধ করতে করতে হয়রান হইয়া গেছিলো, কোনো মতে হেগো বিয়া দেওন গেলে হেতেরা যুদ্ধটুদ্ধ ছাইড়া ভালা হইয়া যাইতো। ইশ!! এই বেপারডা পাকি আর্মিরা যুদি এট্টু টের পাইতো!! আপছুছ!!
এহন আসা যাক মুলা চরিত্র থুক্কু মূল চরিত্র মেহেরজান এ। মেহেরজান হইলো সেই মহান নারী যে কিনা পাকিস্তানি আর্মিগো মহান প্রেম বুঝতে পারছিলো। যারা বুঝে নাই হেতেগো পরিনতি নীলা নামক বদ মাইয়ার মত হইছিলো। মেহেরজান ওয়াসিম নামক সেই মহান পাকি আর্মির প্রেম বুঝলেও ওই খারাপ মুক্তিযোদ্ধা সামীর লাইগা প্রেমের সফল পরিনতি হইতে পারে নাই আপছুছ!! তাইলে আমরা কি বুঝলাম ??? কতিপয় খারাপ লুক যারা ৭১ এ মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত আছিলো হেগ লাইগা বাঙালি মাইরা পাকি আর্মিগো শইল্লের স্বাধ নিতে পারে নাই বরংচ ওই নিকৃষ্ট মুক্তিযোদ্ধাগো লাইগা প্রেমিক পাকি আর্মিরা বাংলাদেশ ছাইড়া ভাগছিলো।
চরম আপছুছ!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।