রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকেরা আজ শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে। ছাত্রাবাস থেকে ডেকে নিয়ে কুতুবউদ্দিন নামের এক ইন্টার্নি চিকিৎসককে ছুরিকাঘাতে আহত করার প্রতিবাদে ইন্টার্নি চিকিৎসক পরিষদ এ কর্মসূচি ঘোষণা করে।
ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি মনিরুজ্জামান জানান, গতকাল শুক্রবার রাতে কুতুবউদ্দিনকে মুক্তা ছাত্রাবাস থেকে ডেকে নিয়ে কে বা কারা ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে ও ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে ইন্টার্নি চিকিৎসক পরিষদ আজ দুপুর ১২টার দিকে সভা করে ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। দাবি মানা না পর্যন্ত ধর্মঘট চলবে বলে তিনি জানান।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আলোচনার ভিত্তিতে ইন্টার্নি চিকিৎসকদের দাবি-দাওয়ার বিষয়টি নিষ্পত্তি করা হবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ইন্টার্নি চিকিৎসকেরা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।