মহাসড়কে অবৈধ যানবাহন নছিমন, করিমন, ভটভটি চলাচলের প্রতিবাদে মাদারীপুরে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক পরিবহন শ্রমিক ধর্মঘট ডেকেছে মাদারীপুর জেলা শ্রমিক পরিবহন ইউনিয়ন।
গতকাল বুধবার রাতে জরুরি সভা শেষে সাংবাদিকদের এই ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফাইজুর শরীফ।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার জানান, দীর্ঘদিন যাবৎ মাদারীপুরের আঞ্চলিক ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল করছে। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও এসব যানবাহন চলাচল বন্ধ হচ্ছে না। ফলে বুধবার রাতে জরুরি সভা ডেকে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক পরিবহন শ্রমিক ধর্মঘট ঘোষণা করা হয়। এতে জেলার কোথাও কোনো শ্রমিক পরিবহন চলাচল করবে না। ফলে জেলার সর্বত্র দূর পাল্লাসহ সড়ক পরিবহন বন্ধ থাকবে।
এ সময় আগামীতে অবৈধ যানবাহন বন্ধ না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।