ইন্টারনেট সমর্থক যে কোনো সেলফোনকে মডেম হিসেবেও ব্যবহার করার সুযোগ রয়েছে। এ জন্য একেক সেলফোনের জন্য আলাদা সফটওয়্যারের প্রয়োজন। নকিয়া মোবাইলকে মডেম হিসেবে ব্যবহার করতে নকিয়া পিসি স্যুট এবং স্যামসাং মোবাইলকে মডেম হিসেবে ব্যবহার করার জন্য স্যামসাং স্টুডিও সফটওয়্যার [www.brothersoft.com/samsung-pc-studio-78015.html] ইনস্টল করতে হয় কম্পিউটারে। সেটআপ শেষে সফটওয়্যার খুলে ডাটা কেবল অথবা ব্লুটুথ সংযোগের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে মোবাইল ফোনকে সংযুক্ত করে নিতে হবে। এরপর নকিয়ার ক্ষেত্রে connect to the internetলেখা বাটনে ক্লিক করতে হবে।
এরপর Touch Access নামে একটি বক্স আসবে, সেখানে প্রথমে Settings বাটনে ক্লিক করতে হবে। এবার নিচে Next বাটনে ক্লিক করলে Configure the connection manually নামক অপশন আসবে। এই অপশনের পাশে গোল চিহ্নটি মার্ক করতে হবে। আবার নিচে Next বাটনে ক্লিক করলে এবার Access Point লেখা খালি বাক্সে ইন্টারনেট অ্যাক্সেস ঠিকানাটি লিখতে হয়। যেমন গ্রামীণফোন ইন্টারনেটের জন্য gpinternet, বাংলালিংকের জন্য internet লিখতে হবে।
Usernam এবং Password-এর ঘরে কিছু লেখার প্রয়োজন নেই। এবার নিচে Finish বাটনে ক্লিক করতে হবে। এরপর One Touch Accessএ গিয়ে Connec বাটনে ক্লিক করলে কম্পিউটারটি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে।
source: shamokal
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।